আজ সোমবার | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি | সকাল ৮:৪২

শিরোনাম :

শিল্পখাতকে আরো পরিবেশবান্ধব করতে চাই,শিল্পখাত একান্তভাবে পরিবেশবান্ধব হওয়া উচিত:প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে পাকিস্তান ও বাংলাদেশ বানাতে চান মোদিজি ,ভারতের অবস্থা আজ শোচনীয়: অরবিন্দ কেজরিওয়াল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণসহ একজনকে আটক রিজার্ভ নিয়ে তিন হিসাব, চাপ বাড়ছে:রিজার্ভের পতন কোনোভাবেই ঠেকাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক! র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বক্তব্য নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হয়ে যাচ্ছেন সৈয়দ তারেক হোসেন পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত দুবাইয়ে ৫৩২ জন বাংলাদেশির বাড়ি-ফ্ল্যাট:দুবাইয়ে আবাসন খাতে সম্পদের পাহাড়! যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা চারবেলা খায়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় তৃতীয় ধাপেও ৫১ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি

মরার আগে মানুষের হক না মেরে আল্লাহকে স্মরণ করুন

প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃকাউকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ ভালো থাকতে পারে না। কাউকে অভিশাপও দিতে হয় না, মানুষের হা নিঃশ্বাসই যথেষ্ট। এছাড়া মৃত্যুর আগে মানুষের হক না মেরে আল্লাহকে স্মরণ করাএবং ভালো হয়ে থাকার কথায় বড় ।আমি মনে করি মানুষ সৎ ও অসৎ উভয় ব্যক্তিকেই মনে রাখে-তবে একটা শ্রদ্ধা ও আরেকটা ঘৃনার সাথে | আমার কেন যেন মনে হয় কেন যেন নিজের মনের অজান্তেই কিছু কথা লিখতে ইচ্ছা করল। আমাকে যাদের জন্য চোখের পানি ফেলতে হয়েছে, ছোট হতে হয়েছে, তাদেরকেও দেখছি ছোট হতে। কিছু কিছু ঘটনাক্রমে আরও দেখব ইনশাল্লাহ। কারমা কখনো কাউকে ছাড়ে না।সাময়িক জীবনযাপনের জন্য কাউকে কেউ কষ্ট দিয়ে দুনিয়াতে ভালো থাকতে পারে না। দুনিয়াটা গোল, আজ হোক কাল হোক, নিজেকে দিয়ে হোক, বউ-বাচ্চা দিয়ে হোক, ছেলে-মেয়ে বা বাপ-মা দিয়ে হোক কিংবা ভাই-বোন দিয়ে হোক, শোধ হবেই হিসাবটা।আমি মনে করি অভিশাপ দিতে হয় না, মানুষের হা নিঃশ্বাসটাই যথেষ্ট। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত অন্যায়ের হিসাব সূক্ষ্মভাবে করেন না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে তুলে নেন না। বাংলাদেশ থেকে ঘুরে ত্রসে মনে হলো কিছু কিছু ব্যক্তিকে দেখলে মনে হয় টাকা আর ক্ষমতার জোরে বেঁচে থাকবে হাজার বছর।  একদিন বিছানায় পড়তে হবে আর হিসাব শেষ হয়ে গেলে মরেও যেতে হবে।বয়স কিন্তু অনেক হয়েছে। মজা মাস্তি বাদ দিয়ে এক পা কবরে তো দেয়া আছে। মরার আগে মানুষকে কষ্ট না দিয়ে মানুষের হক না মেরে, একটু আল্লাহকে স্মরণ করুন এবং ভালো হয়ে থাকুন। মনে করতে পারেন -টাকা আছে হজ করছেন -আর আল্লাহ মাফ করে দিবে ।এত সোজা কিন্তু না। ত্ররা দিনে চুরি করে আর রাতে নামাজ পরে ।আমি মনে করি – ২ ধরনের মুসলমান আছে পৃথিবীতে Secular Muslim & Regular Muslim -secular Muslim believes background or born from a Muslim family. They are doing all bad works. Regular Muslim follow the Quran & do accordingly to Quran .মানুষ কত কি স্বপ্ন দেখে অথচ বিধির লিখন না যায় খন্ডান।মন থেকে তওবা না করলে আল্লাহ কখনো কাউকে মাফ করেন না, সে যতো বড় নামাজি হোক কিংবা যত বড় হাজী হোক। আল্লাহ সবাইকে বোঝার দান করুক আমিন।ধৈর্য ধরুন। সর্বদা মনে রাখবেন যে আপনার বর্তমান পরিস্থিতি আপনার চূড়ান্ত গন্তব্য নয়. সেরাটা এখনও আসতে বাকি। গতকাল থেকে শিখুন-আজকের জন্য বাঁচুন-আগামীকালের জন্য আশা করুন।(Learn from yesterday-live for today-hope for tomorrow.) আমি মনে করি যদি তুমি পরিশ্রম কর তাহলেই তুমি সকল বাঁধা অতিক্রম করে তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে |মানুষের বুঝতে হবে যে ,সত্যিকারের ধনী ব্যক্তি হলো তাঁরাই যাদের প্রচুর অর্থের চেয়ে প্রাচুর্যপূর্ণ হৃদয় রয়েছে।পৃথিবীতে আমার মায়ের দোয়া আমার সবচেয়ে বড় আশ্রয় এবং বিধাতার থেকে আমার জন্য   সবচেয়ে বড় উপহার ।আমাকে ত্রই অবসহায় আসতে অনেক স্ট্র্যাগল ও ধৈর্য ধরতে হয়েছে I আমি মনে করি প্রত্যেক মেয়ে ত্রবং ছেলেকে জীবনে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া দরকার।মানুষের মধ্যে মিথ্যা অহমিকা থাকতে নেই। আল্লাহ্ রাব্বুল আলামিন কখন যে কাকে কোথায় নামিয়ে দেন তা বলা মুশকিল। আজ যে রাজা কাল সে ফকির।শুধুমাত্র যখন আমরা অসম্ভবের মুখোমুখি হই এবং অসহনীয় অভিজ্ঞতার সম্মুখীন হই-তখনই আমরা খুঁজে পাই যে আমরা আসলে কে?)।আমি মনে করি Challenges and failures are necessary components of success আমি আরো মনে করি সাহস আত্তবিশ্বাস মানুষের আসল বন্ধু।বাংলাদেশে আমি যেটা দেখেছি আজব এক দেশ বাংলাদেশ, বেশ্যাকে বলে মডেল, জুয়াকে বলে ক্যাসিনো, ঘুষকে বলে সেলামি, সুদ হলো ইন্টারেস্ট, সন্ত্রাসী হলো বড় ভাই।পরিপূর্ণভাবে কলঙ্কমুক্ত কোনো মানুষই হয়তো পৃথিবীতে নেই । এমনকি আমিও সেই দাবি করতে পারিনে!!আমি বলি, “দেখো/দেখুন, চাঁদেরও কলঙ্ক আছে”। কলঙ্কের রং কালো । চুল কালো; তাই চুলও কলঙ্ক ।মানুষ অহংকারী/ বেপরোয়া তখনই হয়, যখন সে তার যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যায়।ত্রই অবসহায় আসতে বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানায় আমার Doctor Karl -Marie Richard-Mayor Michael-My lawyer. আমার Tax lady Andrea
>>>> -Peter ward-Richard Maroko -Also thanks my wife & my children.কেউ যদি আমার  জন্য খুব ছোট কিছুও করে থাকে -তবে সেটা আমি আজীবন মনে রাখি। কারণ এটা আমাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখে।
>>>>
>>>> মার্টিন লুথার কিং বলেছিলেন কিছু মানুষ তোমাকে পছন্দ করে না। ব্যাপারটা এমন নয় যে তুমি তাঁর কোনো ক্ষতি করেছ। তবু, তুমি তাঁর কাছে স্রেফ অপছন্দের মানুষ। তোমার হাঁটা-চলা, কথাবার্তা অনেকের কাছেই ভালো লাগবে না। কেউ হয়তো তোমাকে অপছন্দ করে, কারণ তুমি তাঁর চেয়ে ভালো কাজ জানো। তুমি জনপ্রিয়, তোমাকে লোকে পছন্দ করে, সেটাও অপছন্দনীয় হওয়ার কারণ হতে পারে। তোমার চুল তাঁর চেয়ে সামান্য বড় বা ছোট, তোমার গায়ের রঙ তাঁর চেয়ে খানিকটা উজ্জ্বল বা অনুজ্জ্বল। কেবল কারও কোনো ক্ষতি করলেই তুমি তাঁর অপছন্দের পাত্র হবে, তা নয়। Dislike comes from jealousy too,
>>>>
>>>> SPআনোয়ার আমার জন্য যা করেছে সেটা আমি সাড়া জীবন মনে রাখবো ।আর আমি যদি আনোয়ার ত্রর জন্য কিছু করতে পারি সেটা আমার জন্য ত্রকটা বড় পাওয়া হবে ।১০বৎসর পর বাংলাদেশে যাওয়ার পর বিনয় বালা -রাশেদ চৌধুরী -সারোয়ার আলম -ত্রসপি মোঃ কামরুজ্জামান-শামুজ্জামান-লীরা আমার ছোট বোনের আনতরিকতা ত্রবং ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে ।বিশেষ করে আমার ছোট ভাই ওয়াকার তার বৌ কামালিকার আনতরিকতা আমি কখনোই ভুলবো না ও ভুলার না।জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই মনে রাখবেন টিকেটের জন্য লাইনে দাঁড়ানো সর্বশেষ ব্যক্তিটিও কিন্তু একসময় কাউন্টারে পৌঁছায় এবং টিকেট পায়। ধৈর্য ধরে ততক্ষণ লেগে থাকুন যতক্ষণ না কাঙ্ক্ষিত সফলতা আপনি পাচ্ছেন।আমি আরো মনে করি লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত হার মানা যাবে না |সবসময় আললাহ কাছে দোয়া করবেন আমাকে ত্রমন ত্রকদিন দাও আমার পরিশম ও বুদিধ দিয়ে আমি প্রমাণ করবো  আমি কে । ত্র পৃথিবীতে কেহ অবোহেলিত নই ।আমি ত্রকদিন পৃথিবী থেকে চলে যাবো যখন আললাহ আমাকে নিতে  চাই। কৃত্রিমভাবে জীবন দীর্ঘ করা স্বাদহীন -আমি আমার অংশ টুকু আমার পরিবার ত্রবং অনেক মানুষের জন্য করে গেছি ।কারো মনে আঘাত করলে আমাকে ক্ষমা করবেন ।জীবনের কঠিন সময়গুলোকে যখন মানুষ একাই অতিক্রম করে বাঁচতে শিখে যায়,তখন মানুষ একাকীত্বকে আর ভয় পায় না।আমরা সব সময় বলে থাকি যে, জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে উত্তরনের উপায় ও থাকবে, কিছু কিছু সমস্যা প্রকট অবার কিছু সমস্যা সামান্য। তবে সব সমস্যাই সমস্যা, আর এই সব সমস্যা মোকাবেলা করে জীবন কে এগিয়ে নিতে হবে ।প্রত্যেক সংকটের পেছনে সুযোগ লুকিয়ে থাকে-মনে রাখতে হবে আমাদের সমস্যাগুলো সমাধানের পথ আমাদেরকেই বের করতে হবে। অধ্যাপক ড. মীজানুর রহমান মার্কেটিং বিভাগ , ঢাকা বিশ্ববিদ্যালয় এ কথাটি মনে করিয়ে দেন ।তিনি আরো বলেন -শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সেভাবে কাজও করতে হবে। জীবনকে স্বপ্নের চেয়ে বড় করে দেখতে হবে। এভাবে নিজের স্বপ্নকে গড়তে হবে।বোকারা জবাব দেয় মুখে, বিচক্ষণরা জবাব দেয় কাজে।বেস্ট হওয়ার জন্য কাউকে পেছনে টেনে ধরতে হবে না, আপনি এগিয়ে গেলে বাকিরা এমনিতেই পেছনে পড়ে থাকবে।ধাক্কা দিয়ে ফেলে দেওযার মতো মানুষের অভাব নেই ,কিনতু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব ।সমস্যার সমাধান আর ব্যবস্থানা প্রক্রিয়া  একেই। সমস্যা সমাধানের চারটি ধাপ- সমস্যা বিশ্লেষণ,পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, ও নিয়ন্ত্রণ (analysis, planning, implementation, and control)।বাংলাদেশে একটি সুবিধাভোগী দল রয়েছে এবং তারা অনেক অপকর্ম করেও পার পেয়ে যেতে পারছেন। অনেক যোগ্য কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত রোষ বা ঈর্ষার কারণে পদোন্নতি ও প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে |কৃতিত্ব কখনও একার হয় না। পুরো টিমকে কৃতিত্ব দিতে হয়।Achievement is never solitary.  Credit goes to the whole team.আমি মনে করি অবৈধ ও অঢেল টাকার আরেক নাম অভিশাপ, যা মানুষের সব শান্তি কেঁড়ে নেয়।কলম যতই দামী হোক ভিতরে কালী না থাকলে যেমন তা মূলহীন !তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষতব না থাকলে সে শিক্ষা মূলহীন ।Positive thinkers have a solution for every problem. Negative thinkers have a problem for every solution. I always try to stay positive.কখনও পারফেক্ট হতে যেও না। নিজের সত্তা বজায় রেখো-তাতেই চলবে। উদার মন নিয়ে এগিয়ে চলো ।তোমার কাজ দিয়ে সবটুকু উজাড় করে দিও… ইটপাটকেল কিংবা করতালির কোনওটাই মনে রেখো না। জীবন মানে তুমি দীর্ঘ পথ পাড়ি দিতে এসেছ ।মানুষের মনের রাস্তাটা অনন্ত… ভেসে চলো এবং যতোটা পারো মানুষের মুখে হাসি ফোটাও।অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করেও আসে,
>>>> তবুও নিরাশ হয়ো না,কারণ ছোটো বাড়ি তাড়াতাড়ি তৈরী করা যায়,
>>>> কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে।আমি সবাইকে বলবো সারা জীবন মানুষের জন্য কাজ করে যাবে-বিনিময়ে চাইবে না কিছুই-সে মনে রাখবেন তাও আশা করবে না। যদি ভালো কাজ করো তার প্রতিদান নিশ্চয়ই পাবে।জগতে কিছু মানুষ থাকে যাদের সঙ্গে কিভাবে যেন জীবন জড়িয়ে যায়, দীর্ঘদিন দেখা না হলেও সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয় না। মানুষের জীবন ক্ষণস্থায়ী। সমাজের জন্য যদি কিছু করে যাওয়া যায় তাই চিরস্থায়ী এবং সাধারণ মানুষ এটাই মনে রাখে |প্রতিযোগিতামূলক বিশ্বে জীবনের প্রতিটি ক্ষেত্রই একটি যুদ্ধক্ষেত্র , জয়ের জন্য চাই কৌশল ।এসব ভীরুরা ধর্মকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যা প্রকৃতপক্ষে ভীরু চাটুকারদের অবৈধ ক্ষমতাকে বৈধকরণের একটি লোক দেখানো প্রক্রিয়া। ক্ষমতাসীন দলে এই ভীরুদের পৃষ্ঠপোষকতা দেয় সরকারি আমলারা।জীবন ত্রবং জীবিকার জন্য কাজ যেমন অপরিহার্য ।সততা-নিষটা ত্রবং ভলোবাসা অপরিহার্য ।আপনি সফলতা পাবেন ।অতিরিক্ত ভক্তি চোরের লক্ষন |আমি মনে করি দারিদ্রতা সফলতার অন্তরায় না। স্বপ্ন আর পরিশ্রম একসাথে করলে সফল হওয়া সম্ভব।আমাদের দুটি কান এবং একটি মাত্র মুখ থাকার কারণ হল আমরা বেশি শুনি এবং কম কথা বলি।  কম কথা-কম ভুল।আমি মনে করি আপনার যা আছে তা নিয়ে খুশি থাকুন।   ভালো মন ও হৃদয় দিয়ে মানুষকে সাহায্য করুন -বিশ্বে অনেক এমন মানুষ আছে যাদের কিছুই নেই তবুত্ত তারা হাসিখুশি থাকে।  আপনি যে জিনিসগুলির জন্য প্রার্থনা করছেন এবং আশা করছেন সেগুলি সবচেয়ে অপ্রত্যাশিত মুহুর্তে আপনার কাছে ত্রসে পৌঁছে যায়।জীবনে একা চলতে শিখতে হয় , কারণ ভীড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয় |প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে ,আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি।ডেল কানিক বলেছেন দৃষ্টিভক্ষি বদলান জীবন বদলে যাবে ।দুর্নীতি ও অব্যবস্থপনার অবসান ঘটলে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে বলে আমি মনে করি ।দেশের যে দুর্দশা তার জন্য দায়ী সরকারের কিছু কর্মকর্তার নিজস্ব স্বার্থ। তাদের এসব স্বার্থ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট নয়।মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ দেখিলে।দুর্নীতি একটি ক্যান্সার। দুর্নীতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবো না।চোর ধর্মের কথা শুনে না। কুত্তার লেজ সোজা হয় না।আমি মনে করি সফলতা অর্জনের কোনো শর্টকার্ট পথ নেই-সফলতা অর্জন করতে হলে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। ত্রর জন্য আপনার বিভিন্ন বাধা-বিপত্তি আসবেই-থেমে থাকলে তো হেরেই গেলাম।আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে প্রচুর সময় ব্যয় করছি। এই সময়টুকু যদি নতুন কিছু জানা বা শেখার পেছনে ইনভেস্ট করা যেতো ,তাহলে আমরা অনেকেই হয়তো আমাদের স্বপ্নের চেয়েও বহুদূর এগিয়ে যেতে পারতাম।-আমি মোঃ নাসির মনে করি  ক্ষমতা কারো চিরকাল থাকে না। ক্ষমতায় থাকাকালীন চারপাশে ভিড় করে থাকা সুখ-পাখীরাও ক্ষমতার পালা বদলে উড়ে চলে যায় ,নতুন ক্ষমতাসীনের কাছে।–বড় বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে,গোরস্তানের দিকে তাকান।
>>>> দেখবেন, সেখানে বড় বড় বিল্ডিং এর মালিকেরা শুয়ে আছেন।ভুল জায়গায় সেক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ, আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা।বাংলাদেশের মানুষ  অত্যন্ত ধুরন্ধর ।আল্লাহ যেমন জীবন দান করেন, তেমনি তিনি মৃত্যুও দেন যা শেষ পর্যন্ত জীবনকে ছায়ায় ঢেকে রাখে। দুয়ের মধ্যে সময়ের দূরত্ব চোখের পলকের চেয়েও কম। জন্মের মতো মৃত্যুও অনিবার্য। তবু, কখনো কখনো হৃদয়ের কাছের কারও মৃত্যুর খবর আমাদের হৃদয় ছুঁয়ে যায়, যে খবর শুনতে আমরা প্রস্তুত ছিলাম না।চিরবিদায় বন্ধু। আমরাও শেষ বিদায |দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন, তাদেরকে ছাড় দেওয়া উচিত না। যদি দেশকে দুর্নীতিমুক্ত করা যায়, তাহলে দেশ অনেক বেশি এগিয়ে যাবে। ত্ররা নামজ পড়বে  -এখনও তারাই ঘুষ খাবে, দুর্নীতি করবে, সবকিছু করবে। আবার হালাল মাংসও খুঁজবে। এটাই তো ওদের চরিত্র।যখন মানুষের ক্ষমতা থাকে তখন মানুষ ক্ষমতাবান মানুষের তাবেদারী করে চুপ থাকে আর যখন মানুষের ক্ষমতা থাকে না তখন তার বিপক্ষে কাপুরূষের মতো ঝাপিয়ে পড়ে ।জীবন হলো১০% যা সবার সাথে ঘটে এবং ৯০% সবাই এতে কীভাবে প্রতিক্রিয়া করে ।সময়ের সাথে নিজেকে Change করাটাই বুদিবমানের কাজ ,না হলে সবাই শুধু আপনাকে Use করে যাবে ।যে মানুষের ত্রখন মূল্যে দিচেছ ,বয়সের সাথে সাথে সে মূল্যেহীন হয়ে যাচেছ । কারন মানুষগুলির ত্রখন মূলায়ন হচেছ ক্ষমতায়নের মাধেমে ।যেটা আমি দেখে আসলাম বাংলাদেশে ।আমি মূলায়ন করি মানুষের Behaviour ত্র দাড়া, ক্ষমতার দাড়া নয় ।কুকুর মানুষকে কামড় দিতে পারে কিনতু মানুষতো কুকুরকে  কামড় দিতে পারে না ।আমি পাপকে ঘৃনা করি ,পাপীককে না ।মানুষ মরে গেলে পচে যাই ,বেচে থাকলে রঙ বদলায় ।আমার কাছে অপমানের চেয়ে আতমসনমান অনেক বড় ।বাংলাদেশ একটি বিচিত্রময় মুসলিম দেশ, এইখানে লোকজন হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে আয় করে বিলাসবহুল জীবন যাপন করেন আর শেষ বয়সে এসে ঐ টাকা থেকে হজ্ব পালন করে আর মসজিদ মাদ্রসা নির্মাণ করে পরকালে বেহেস্তে গিয়ে বাকি জীবন আরাম আয়েশে থাকতে চায়!!!
>> অথচ ইবাদত, দান-সদকা কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল রুজি।

Please follow and like us:
error20
fb-share-icon
fb-share-icon20

লেখকের কলাম

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ফরিদগঞ্জে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আমির আজম রেজার গণসংযোগ অব্যাহত

    ফরিদগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনিরের তালা মার্কার পথসভা

    যেসব এলাকায় চুরি হয় সে এলাকার নৈশপ্রহরীদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে:ডিএমপি কমিশনার

    আইফোন চুরির অভিযোগে মোঃ রাসেল নামে একজনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

    বিএনপি এখন জনগণের আস্থার স্থল : সালাম

    শিল্পখাতকে আরো পরিবেশবান্ধব করতে চাই,শিল্পখাত একান্তভাবে পরিবেশবান্ধব হওয়া উচিত:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে, সে কারণে আবোল তাবল বলছে :মন্ত্রী ওবায়দুল কাদের

    ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর জামিন নামঞ্জুর:গভীর উদ্বেগ প্রকাশ মির্জা ফখরুলসহ মহানগর দক্ষিণ বিএনপির

     ৪৭ বোতল ফেনসিডিল সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া

    নড়াইলের আর এক আতঙ্কিত জনপদের নাম লোহাগড়া

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ

    ‘প্লাটিনাম’ গ্রেডে লিড সার্টিফিকেট পেলো নিপা গ্রুপের ২ সহ প্রতিষ্ঠান

    ভারতকে পাকিস্তান ও বাংলাদেশ বানাতে চান মোদিজি ,ভারতের অবস্থা আজ শোচনীয়: অরবিন্দ কেজরিওয়াল

    শত শত মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে দাগনভূঁইয়ার কুয়েত প্রবাসী আবু জাফর রাসেলের পিতার জানাজা সম্পুন্ন( ভিডিও সহ)

    আশুলিয়ায় মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারদের নিয়ে মতবিনিময় সভা

    চাঁদপুর সদরে সুমনের ঘোড়া মার্কাকে ঠেকাতে যত কুট কৌশল

    ফরিদগঞ্জে আনারশ প্রতীকের বিভিন্ন স্হানে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণসহ একজনকে আটক

    রিজার্ভ নিয়ে তিন হিসাব, চাপ বাড়ছে:রিজার্ভের পতন কোনোভাবেই ঠেকাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক!

    নড়াইলে চেয়ারম্যানকে গুলি করে মধুমতিতে পিস্তল ফেলেন, এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

    শিশু, কিশোর- কিশোরী ও নারীদের মানোন্নয়নে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব

    র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বক্তব্য নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র

    কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হয়ে যাচ্ছেন সৈয়দ তারেক হোসেন

    পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

    ঋণখেলাপীদের তালিকা বিএনপির সময় বেশি ছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক

    দুবাইয়ে ৫৩২ জন বাংলাদেশির বাড়ি-ফ্ল্যাট:দুবাইয়ে আবাসন খাতে সম্পদের পাহাড়!

    যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা চারবেলা খায়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    গুরুতর অসুস্থ ডাবলুকে দেখতে হাসপাতালে গেলেন আবদুস সালাম

    উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় তৃতীয় ধাপেও ৫১ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লুয়ের বক্তব্যে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার

    • Dhaka, Bangladesh
      সোমবার, ২০ মে, ২০২৪
      SalatTime
      Fajr3:50 AM
      Sunrise5:14 AM
      Zuhr11:55 AM
      Asr3:17 PM
      Magrib6:36 PM
      Isha8:00 PM
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    ব্যবস্থাপনা পরিচালক ও সিইও: মনির হোসেন
    ই-মেইলঃ fsgtcc@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।