আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ২:২২
রাজধানীর উত্তরখান এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে মোটরসাইকেল ও দেশি অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ রবিউল ইসলাম (২৫), ২। মোঃ সাগর মিয়া (২৪) ও ৩। মোঃ বিশু ওরফে ফারদিন (২৫)।
বুধবার (৫ মার্চ ২০২৫ খ্রি.) রাত ০২.৩০ ঘটিকায় উত্তরখান থানাধীন দোবাদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় ব্যক্তি উত্তরখান থানাধীন দোবাদিয়া বাজারস্থ গাজী মার্কেট এর সামনে পাঁকা রাস্তার উপর ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রবিউল, সাগর ও বিশুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ছিনতাই করার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, তাদের নির্দিষ্ট কোন পেশা নাই। তারা ইতোপূর্বে একাধিকবার উত্তরখান থানা ও আশেপাশের এলাকায় ছিনতাই করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত রবিউলের বিরুদ্ধে ডিএমপির উত্তরখান থানায় দুটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।সূত্র:ডিএমপি
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |