আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৪১

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে রাতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রল বোমার বোতল উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রাত ১০টায় হঠাৎ করে একটি লোক বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় আশপাশে সবাই তারাবি নামাজরত অবস্থায় ছিল। বোমা নিক্ষেপের পর কয়েকজন তা দেখতে পেয়ে চিৎকার করলে সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে দুটি স্কচটেপ ও কাপড় মোড়ানো রশি দিয়ে মোড়ানো প্লাস্টিকের বোতল উদ্ধার করে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, কে বা কারা এই পেট্রল বোমা নিক্ষেপ করেছে কিংবা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থল থেকে রশি দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছি। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছে। সিসিটিভি ক্যামেরা যাচাই করে অপরাধীদের শনাক্তে চেষ্টা চলছে।
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৪৪ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:০০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৯ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪১ অপরাহ্ণ |