আজ সোমবার | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:৩২
মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে বাবরের করা আপিলের শুনানি শেষে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের দ্বৈত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন।
একই সঙ্গে ২০০৭ সালে দায়ের করা মামলায় বাবরকে দোষী সাব্যস্ত করে দেয়া বিচারিক আদালতের রায়ও বাতিল করেছেন হাইকোর্ট। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি।
আদালতে বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
২০০৭ সালের ৩০ অক্টোবর রাজধানীর গুলশানে নিজ বাসায় অস্ত্র ও গুলি রাখার মামলায় লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারিক আদালত। এর আগে ২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবরকে তার বাসা থেকে আটক করা হয়। পরদিন তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বাবর নেত্রকোণা-৪ আসন থেকে ১৯৯১ ও ২০০১ সালে নির্বাচনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৩ অপরাহ্ণ |