আজ মঙ্গলবার | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:০৪
টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে সনি ব্রিকস নামে একটি ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা ও ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, উপজেলার মীর দেওহাটা এলাকায় অবস্থিত মেসার্স সনি ব্রিকস পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালনা করার দায়ে ভাটার চিমনী ও কিলিন ভাঙ্গা হয়। এছাড়া স্থায়ীভাবে ইটভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয়।ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, ভাটা মালিককে জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, সেনাবাহিনী, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০২ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২১ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৭ অপরাহ্ণ |