আজ সোমবার | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:৩৩
কামরুল হাসান বাবলু : মানবিক সংগঠন আমরা বিএনপি পরিবারের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুলশান চেয়ারপারসন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ রবিবার ২৩ মার্চ ২০২৫ইং অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কাইপিতে সংযুক্ত থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান , আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্টপোষক জনাব তারেক রহমান ।
অনুষ্ঠানের সভাপতি , আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ,বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য বিশিষ্ট্য সাংবাদিক আতিকুর রহমান রুমন সংগঠনের সাথে জড়িত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের দুইজন গুম হয়ে যাওয়া সদস্যকে গভীর ভাবে স্মরণ করেছেন । তাদের স্মরণ করতে গিয়ে এই প্রথম তাদের কথা প্রকাশ করলেন রুমন । এক পর্যায়ে রুমন বললেন , যেই সময়টুকুতে তারা গুম হয়েছে সেই সময়টুকু কোনো ভাবেই অনুকূলে ছিলোনা । যদি প্রকাশ হতো তাহলে অন্নান্ন সদস্যদের মনোবল ভেঙে পড়তো । কাজের গতি কমে যেত । সংগঠের সাবেক সেই সদস্যদ্বয় হলেন চট্রগ্রামের সেই নুরু । যেই নুরুর লাশ পেছন হাতকড়া অবস্থায় মৃত অবস্তায় পাওয়া যায়। আরেক সদস্য হলো আল-আমিন । সংগঠনের স্বার্থে কাজ করতে গিয়েই তারা দুইজন তৎকালনি স্বৈরাচারী হাসিনা সরকারের পোষাবাহিনীর হাতে গুম হয়ে নিহত হন । তাদের নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বারবার আবেগ আপ্লুত হয়ে পরে আতিকুর রুমন ।
২০১২ সাল থেকে অত্তান্ত গোপনীয়তা রক্ষা করে আওয়ামী স্বৈরশাসকের সময়ে প্রধান পৃষ্টপোষকের সার্বিক নির্দেশনায় যে কাজ করেছে তার কথা তলে ধরে রুমন বলেন , কুলি-শ্রমিক যেভাবে কাজ করছে সেই ভাবে তারা নিজেরা কাজ করেছে । এমন কোনো অফিস ছিলোনা যে সাচ্ছন্দ ভাবে কাজ করতে পেরেছে । বারবার অফিস বদল করতে হয়েছে এই সংগঠনকে । আজ হাতি হাটি হাটি পা-পা করে সর্বত্রই একটি মানবিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে “আমরা বিএনপি পরিবার” ।
এই আমরা বিএনপি পরিবার কেবল ২৪ এর গণঅভ্যুথান এর আহত-নিহতদের পরিবারের পাশে দাঁড়ায় নাই , তারা সারা দেশে আনাচে-কানাচে অসহায় পরিবার এবং বিএনপির অসহায় নেতাকর্মীরা এবং গুম হয়ে যাওয়া পরিবারের পাশেও সার্বক্ষণিক অবস্থান করেছে । এমন তথ্যগুলো তুলে ধরেন আতিকুর রহমান রুমন ।
অন্যদিকে যাদের প্রচেষ্টায় দেশে ব্যাপী মানবিক কার্যক্রম করতে পেরেছে এমন গুণী ব্যক্তিদের কথা বলতে গিয়ে বিশেষ করে প্রধান উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যড.রুহুল কবির রিজভী আহম্মেদ এর কথা আসতেই আবারও আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন আতিকুর রহমান রুমন। শ্রদ্ধার সাথে রুহুলকবির রিজভী আহম্মেদকে বড়ো ভাই সম্ভোদন করে রুমন বলেছেন , ভাইকে আমরা অনেক কষ্ট দিয়েছি । যখন যেখান যেতে বলেছি সেখানেই ভাই আমাদের সাথে গিয়েছেন , মানবিক কাজে অংশগ্রহণ করেছেন । ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি ।
স্মৃতি গাঁথা কাঁথা বলার সময় প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠ পোশাক জনাব তারেক রহমানও সেখানে তিনিও যে রুমনের আবেগাপ্লুত কণ্ঠের কথা শুনে কিছুক্ষন থমকে যান ।জনাব তারেক রহমানও আবেগ আপ্লুত হয়ে পড়েন ।
আমরা বিএনপি পরিবার সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্টপোষক জনাব তারেক রহমন ।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব , প্রধান উপদেষ্টা আ্যড.রুহুল কবির রিজভী আহম্মেদ , আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, এম রশিদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর আলমগীর হোসেন ফাভেল , মো. আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা নুরুল ইসলাম আলমগীর, সদস্য নাজমুল হাসান এ সময় বক্তব্য রাখেন।
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৩ অপরাহ্ণ |