আজ বুধবার | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি | রাত ১২:৫৯
নূর ফরিদ, জেলা প্রতিনিধি নেত্রকোনাঃ মাজহারুল মাজু (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই ইকরাম ফকির।
নিহত মাজহারুল মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাহড়া গ্রামের ফকির বাড়ির মরহুম হাজী হোসেন ফকিরের ছেলে।
এলাকাবাসী থেকে জানা যায়, নায়েকপুর গ্রামের তৌহিদ ইসলাম এর ছেলে সেকুল মিয়া (২৮) দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা করে আসছে। নিহত মাজহারুলের সাথে, খুনি সেকুল মিয়ার গভীর বন্ধুত্ব ছিল। গত শনিবার রাত আনুমানিক ৯.৩০ মিনিটের দিকে (২৯ মার্চ) মাজহারুলের খোঁজে তার বাড়িতে যায় বন্ধু সেকুল মিয়া। তাকে না পেয়ে বাড়ির সামনে উৎ পেতে থাকে সেকুল মিয়া। মাজহারুল ইসলাম সিংহের বাজার থেকে বাড়িতে আসার সময় ৪-৫ জন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে, সেকুল সহ অন্যরা পালিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন মাজহারুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে অবস্থা
অবনতি হওয়ায় কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় শুক্রবার মারা যায় মাজহারুল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টাম এর পর রাতে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসে। তবে কেন তাকে খুন করা হল নিহত মাজহারুলের পরিবার এখনো এ বিষয়ে কিছুই জানায়নি।
মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিত হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। ভিকটিমের পক্ষ থেকে এখনো অভিযোগ দায়ের করেনি।
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০২ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২১ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৭ অপরাহ্ণ |