আজ সোমবার | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জিলকদ, ১৪৪৬ হিজরি | রাত ২:৩১
বর্ষবরণের প্রস্তুতি চলার সময় চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান মঞ্চে হামলা চালিয়েছে একদল লোক।
রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ৪০/৫০ জনের একটি মিছিল নিয়ে এসে মঞ্চ ও আশেপাশের চেয়ারটেবিল ভাঙচুর করতে শুরু করে। সেই সময় তারা যে সব স্লোগান দেয় , তার মূল বক্তব্য ছিল, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ডিসি হিলে নববর্ষের কোন অনুষ্ঠান করতে দেওয়া হবে না।
গত ৪৬ বছর ধরে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের ব্যানারে এখানে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে।কিন্তু ভাঙচুরের এই ঘটনার পর এবার অনুষ্ঠান না করার ঘোষণা দিয়েছে পরিষদ।
চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেছেন, সন্ধ্যার দিকে কিছু লোক এসে মঞ্চ ভাঙচুর করার চেষ্টা করলে আমরা তাদের ঠেকানোর চেষ্টা করি। এই ঘটনার তদন্ত চলছে।
এই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রবিবার, ১৮ মে, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৫১ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৩৫ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৫৯ অপরাহ্ণ |