আজ বুধবার | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি | রাত ১:৩০
রাজধানীর হাতিরঝিল থানার মোড়লগল্লি এলাকায় ‘দুর্বৃত্তদের গুলিতে’ ওয়ার্ড বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম আরিফ (৩৫)। তিনি ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। আরিফ মাদারীপুরের শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকেন।
তাকে নিয়ে হাসপাতালে আসা হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য। তিনি ওয়ার্কশপে কাজ করেন। রাতে দুর্বৃত্তরা তাকে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাতিরঝিল থানার এসআই মো. রাসেল বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’ অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০২ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২১ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৭ অপরাহ্ণ |