আজ মঙ্গলবার | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৩৫
ঢাকা : দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল ২০২৫ তারিখ ২৩১৫ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদা আদায়কারী মোঃ আব্দুর রহিম এবং মনির হোসেন লিটনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, উক্ত দুইজন চাঁদাবাজ নিয়মিতভাবে খিলক্ষেত এলাকার বিভিন্ন দোকানপাট হতে দৈনিক হারে চাঁদা আদায় করে থাকে। এছাড়াও চাঁদাবাজ মোঃ মনির হোসেন লিটনের বিরুদ্ধে বিভিন্ন ধরণের ৮টি মামলা রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য খিলক্ষেত থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৫ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩২ অপরাহ্ণ |