আজ বুধবার | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি | রাত ১:১৯
অভিবাসন আইন প্রয়োগ নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিরোধের জেরে উইসকনসিনের এক বিচারককে গ্রেপ্তার করেছেন মার্কিন কর্মকর্তারা। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, গত সপ্তাহে অভিবাসন আইন প্রয়োগে বাধা দেওয়ার অভিযোগে ফেডারেল এজেন্টরা একজন বিচারককে গ্রেপ্তার করেছে। পরে অবশ্য পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। ইউএস মার্শাল সার্ভিসের এক মুখপাত্র জানান, মিলওয়াকির কাউন্টি সার্কিট জজ হান্নাহ ডুগানকে শুক্রবার সকালে আদালত ভবন থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে এফবিআইয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। বিচার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের অভিবাসন অভিযানে বাধা সৃষ্টিকারী স্থানীয় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য ফেডারেল প্রসিকিউটরদের প্রতি আহ্বান জানানোর পর এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।
মেমোতে বলা হয়েছে, অভিবাসন আইন প্রয়োগে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করা বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হতে পারে। প্যাটেল তার মুছে ফেলা পোস্টে বলেছিলেন যে অভিবাসন কর্মকর্তারা এডুয়ার্ডো ফ্লোরেস রুইজকে গ্রেপ্তারের চেষ্টা করছিলেন, যাকে তিনি “অবৈধ এলিয়েন” হিসাবে বর্ণনা করেছিলেন। প্যাটেল পোস্টে লিখেছিলেন -‘ “সৌভাগ্যক্রমে, আমাদের এজেন্টরা তাকে হেফাজতে নিতে সক্ষম হয়েছে। ‘
সূত্র : রয়টার্স
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০২ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২১ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৭ অপরাহ্ণ |