আজ বুধবার | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি | রাত ২:০১
রাজধানীর উত্তরা পূর্ব কোটবাড়ি রেলগেট এলাকায় সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় নব বিবাহিত দম্পতি মাসুম মিয়া (২৩) ও ইতি আক্তার (২০) নিহত হয়েছে।
নিহত মাসুম মিয়ার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় আর ইতির গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তারা দুইজনে ঢাকায় এসে বিয়ে করে এবং দক্ষিণ খান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় মাসুমকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং ঘটনাস্থলেই তার নববধূ মারা যায়।
সূত্র থেকে জানা যায় , উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে ওই স্বামী-স্ত্রী রেললাইন দিয়ে হাঁটছিল এবং তারা সেলফি তুলছিল। এ সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ওই ট্রেন দুটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নববধূ মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই মাসুমকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর রেলওয়ে থানার ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, আমরা জানতে পারি টঙ্গীগামী একটি ট্রেনে ধাক্কায় সেলফি তোলার সময় এক নবদম্পতির মৃত্যু হয়েছে।ইতি নামে এক নববধূর মরদেহ আমরা ঘটনাস্থল থেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তার স্বামী মাসুম মিয়ার পরিবারের সাথে কথা হয়েছে তার পরিবার আসলে আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০২ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২১ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৭ অপরাহ্ণ |