আজ বুধবার | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি | রাত ১:০৭
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় একটি ব্রিজের নীচ থেকে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় মজিদ নামক লোকটি সে ওই এলাকায় পাগল ভেসে ঘুরতো। পুলিশ খবর পেয়ে আশুলিয়ার বাইপাইল এলাকার ডাবল ব্রিজের নীচ থেকে মজিদ (৪৮) নামক এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছেন। নিহত মজিদ (৪৮) সিরাজগঞ্জের কাজিপুর থানার কাজিপুর গ্রামের মনছেরের ছেলে।
এবিষয়ে আশুলিয়া থানার এসআই(উপ-পরিদর্শক) জাহাঙ্গীর আলম জানান, সকালে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ কল করে লাশের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপরে তার পরিচয় সনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রিজ থেকে পরে গিয়ে তার মৃত্যু হতে পারে। পরে মরদেহ ময়ণা তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০২ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২১ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৭ অপরাহ্ণ |