আজ শুক্রবার | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই সফর, ১৪৪৭ হিজরি | দুপুর ২:২৪
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল ও পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ সদস্যকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
স¤প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে কয়েকজনকে ব্যানার হাতে ¯েøাগান দিতে দেখা যায়। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই মিছিলকে ছাত্রলীগের মিছিল বলে সামাজিক মাধ্যমে দাবি করেছেন। এ ঘটনাটি প্রশাসনের দৃষ্টিতে আসলে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল ও পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ সদস্যকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আটকরা হলেন- আশুলিয়ার ভাদাইল এলাকার ইয়াসিন আলীর ছেলে ইব্রাহিম (১৮), একই এলাকার সেলিম খানের ছেলে নাজমুল খান (১৮), শফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন রনি (১৮), সোহরাব মিয়ার ছেলে তুষার মিয়া (১৮) ও আলী হোসেনের ছেলে ইব্রাহিম (১৮)। এছাড়া পবনারটেক এলাকার মানিক হোসাইনের ছেলে আবদুল্লাহ নয়ন। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আশুলিয়ার শ্রীপুরে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন একটি ঝটিকা মিছিল করেছিল। পরে তাদের চিহ্নিত করে রাতে অভিযান চালিয়ে ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে ।
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৮ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪১ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০৪ অপরাহ্ণ |