আজ শুক্রবার | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই সফর, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৫৯
ঢাকা : সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে রাজধানীর গুলশান আবাসিক এলাকায় থাকা ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব জমির বর্তমান দলিল মূল্য ২০০ কোটি টাকা।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, অনুসন্ধানে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে এ স্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তিনি এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি করার চেষ্টা করছেন৷ সুষ্ঠু তদন্তের জন্যে তার এ স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেয়া একান্ত প্রয়োজন। আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।(বাসস)
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৮ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪১ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০৪ অপরাহ্ণ |