আজ শুক্রবার | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই সফর, ১৪৪৭ হিজরি | দুপুর ২:২৮
ঢাকা : বাড়ির ছাদ ও আঙিনায় বাগান থাকলে পাঁচ শতাংশ ট্যাক্স রেয়াত পাওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
আজ বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ষ্ঠ কর্পোরেশন সভায় তিনি এ কথা বলেন।
এসময় প্রশাসক বলেন, আগামী ১১ মে থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ট্যাক্স মেলা আয়োজন করা হবে, যেখানে নাগরিকরা সহজেই ট্যাক্স প্রদান করতে পারবেন ও বিশেষ রেয়াত সুবিধা পাবেন।
৬ষ্ঠ কর্পোরেশন সভায় বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে নামকরণ করা চারটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো- বনানীতে শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠকে ‘বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ’, মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্সকে ‘মধুবাগ কমিউনিটি সেন্টার’, কালশীতে হারুন মোল্লাহ ফ্লাইওভারকে ‘কালশী ফ্লাইওভার’ নামকরণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সরকারের অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ। (বাসস)
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৮ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪১ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০৪ অপরাহ্ণ |