বিডি দিনকাল ডেস্ক : উত্তরার বিএনএস সংলগ্ন মহাসড়কে উত্তরা আর্মি ক্যাম্প, উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানা এবং ট্রাফিক পুলিশ কর্তৃক যৌথ অভিযানের মাধ্যমে চেক পোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গতকাল উত্তরার বিএনএস এলাকায় রাতে এই অভিযান করা হয় ।
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় অদ্য ০২ মে ২০২৫ তারিখ ১৭০০ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প, উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানা এবং ট্রাফিক পুলিশ কর্তৃক অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী এবং অবৈধ লাইসেন্স এর বিরুদ্ধে ০২ মে ২০২৫ তারিখ রাত ২২০০ ঘটিকা হতে ০০২০ ঘটিকা পর্যন্ত উত্তরার বিএনএস সংলগ্ন মহাসড়কে একটি চেক পোষ্ট স্থাপন করা হয়।
উক্ত যৌথ অভিযানে সর্বমোট ০৯ টি মামলা হয়েছে এবং ১৯,৫০০.০০ টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ০২ টি গাড়ী জব্দ করা হয়। জব্দকৃত গাড়ীর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বুধবার, ৭ মে, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৫৯ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৩০ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৫১ অপরাহ্ণ |