বিডি দিনকাল ডেস্ক : আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, চার মাস পর আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। এ বিষয়সহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
বিশ্বস্থ সূত্র থেকে জানা যায়,বেগম খালেদা জিয়ার আগমনকে নিয়ে ব্যাপক শোডাউন এর প্রস্তুতি নিতেই এই যৌথসভায় আয়োজন ।
অন্যদিকে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপিও ব্যাপক প্রস্তুতি নিয়েছে ।
সব কিছু ঠিক থাকে থাকলে আগামী সোমবার ৫ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে লন্ডন থেকে ঢাকায় আসবেন ।
উল্লেখ্য প্রায় চার মাস আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি লন্ডন যান।সেখানে দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। পরে গত ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় যান তিনি। এরপর থেকে সেখানেই তিনি ছিলেন। ছেলের বাসাতেই তাঁর চিকিৎসা চলে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।
বুধবার, ৭ মে, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৫৯ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৩০ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৫১ অপরাহ্ণ |