আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১৮
আধুনিক ও যুগোপযোগী বিমান বাহিনী গড়ার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে অদ্য ০৭ মে ২০২৫ তারিখে বিমান বাহিনী সদর দপ্তর-এ বিমানসেনাদের জন্য ‘এইচএসসি (নিশ-১) প্রোগ্রাম’-এর সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। উল্লেখ্য যে, বিমানসেনাদের এইচএসসি সম্পন্নকরণের সুযোগ প্রদানের লক্ষ্যে ০৩ ডিসেম্বর ২০১৪ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে পরিচালক, শিক্ষা পরিদপ্তর এয়ার কমডোর আবুল ফজল মুহাম্মদ আতিকুজ্জামান, বিএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম সমঝোতা স্মারক-এ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন (শিক্ষা) সহ বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক একটি উল্লেখযোগ্য মাইলফলক। এর ফলে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার দ্বার আরও প্রসারিত হলো।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |