আজ শনিবার | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৫১

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) : সাভারে স্ট্যান্ডে শুক্রবার সকালে স্থির থাকা একটি বাসে পেছন থেকে আসা দ্রæত গতির একটি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। সাভার হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ গুলো উদ্ধার করে। এঘটনায় বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে সাভার বাস স্ট্যান্ড এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায়। এসময় পিছন থেকে দ্রæত গতির একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দিলে সায়ের শেখ ও হোসেন নামের দুইজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের সুপার মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শুক্রবার (৯ মে) সকাল ১০ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম। নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মৃত ফজল হক মুন্সির ছেলে মো. হোসেন (৫৫) ও শরিয়তপুর জেলার জাজিরা থানার সদর আলী মাদবর কান্দি গ্রামের ধলু শেখের ছেলে সায়াত শেখ (৩৫)।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, এঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                         
                                                                        | শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় | 
| সুবহে সাদিক | ভোর ৫:৪৭ পূর্বাহ্ণ | 
| সূর্যোদয় | ভোর ৭:০৪ পূর্বাহ্ণ | 
| যোহর | দুপুর ১২:৪২ অপরাহ্ণ | 
| আছর | বিকাল ৩:৫৬ অপরাহ্ণ | 
| মাগরিব | সন্ধ্যা ৬:২০ অপরাহ্ণ | 
| এশা | রাত ৭:৩৭ অপরাহ্ণ |