আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৯:৫৬
মেয়াদোত্তীর্ণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা কর্মকান্ডের কারণে:
শরীয়তপুর প্রতিনিধি:মেয়াদোত্তীর্ণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা কর্মকান্ডের কারণে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (১১ মে ২০২৫) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত একপত্রে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
ওই পত্রে জানা যায়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানাগেছে, ২০১৭ সালের এপ্রিল মাসে আরিফুজ্জামান মোল্লাকে সভাপতি ও জামাল উদ্দিন বিদ্যুৎকে সাধারণ সম্পাদক করে শরীয়তপুর জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় যুবদল। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও এখনও পর্যন্ত তা হয়নি। ঐসময়েই কিন্তু কিছুদিন না যেতেই কমিটি নিয়ে দ্বন্দে জড়িয়ে পরে; ৫ জনের কমিটি তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে।
উল্লেখ্য, গত ১০ মে ২০২৫ শনিবার শরীয়তপুর সদর, শরীয়তপুর পৌরসভা, জাজিরা উপজেলা, জাজিরা পৌরসভা, নড়িয়া উপজেলা, নড়িয়া পৌরসভা ও সখিপর থানা কমিটি বিলুপ্ত করেন, শরীয়তপুর জেলা যুবদল। এছাড়াও এরপূর্বে ১১ মার্চ ২০২৫ ডামুড্যা উপজেলা ও পৌরসভা কমিটি এবং ভেদরগঞ্জ উপজেলা ও পৌরসভার কমিটি বিলুপ্ত করেন, শরীয়তপুর জেলা যুবদল।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |