আজ রবিবার | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ |১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২৪
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : নেই কোন বিভ্রান্তী , নেই কোন হয়রানী, নেই কোন উৎকোচের কানাঘোষা, আছে শুধু গ্রাহক সেবা । দালাল মুক্ত ও অফিসের প্রপাকান্ড থেকে মুক্তি পেতে আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের উদ্যোগে সোমবার ও বুধবার সাপ্তাহে দুইদিন গণশুনানির মাধ্যমে সরাসরি ভূমি সেবা প্রদান করা হচ্ছে।
গনশুনানীর কারনে গ্রাহকরা কিভাবে উপকৃত হবে এই সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এ পদ্ধতিতে দালাল নিয়ন্ত্রণে ও গ্রাহক হয়রানী থেকে মুক্ত শতভাগ সফলতা অর্জিত হয়েছে বলে দাবি করেছেন । সকাল ১০টা থেকে শুরু হওয়া এই গণশুনানিতে মিসকেসের বাদী-বিবাদীগন সরাসরি তাদের ভুমি সংক্রান্ত তথ্যাবলি প্রকাশ করতে পারছেন এবং সঠিক সিদ্ধান্ত শুনতে পারছেন। নামজারী সংক্রান্ত মামলা সরাসরি গ্রাহকদের উপস্থিতিতে শুনানীতে মুল দলিল ও কাগজপত্রাদি যাচাই বাছাই করে মামলা নিষ্পত্তি করছেন। এতে সাধারণ মানুষকে আর দালালদের উপর নির্ভরশীল হতে হচ্ছে না। ভুমি সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ভূমি অফিসে কঠোর নজরদারি এবং দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও দালালদের দৌরাত্ম্য রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে নিঃসন্দেহে গণশুনানির মাধ্যমে আমরা ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করেছি। এই পদক্ষেপ স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহীতা বাড়াতে ভূমিকা রাখবে বলে স্থানীয়দের বিশ্বাস।দালালদের কারণে আগে যেসব সমস্যা হতো, তা এখন প্রায় শূন্যের কোঠায়।”
সেবা প্রাপ্তি গ্রাহকরা বলেন, আমরা এখন সরাসরি অত্র অফিস কর্মকর্তা ও কর্মচারীদের সাথে যোগাযোগ করে দ্রæত সেবা পাচ্ছি। আগে নামজারী বা ভূমি সংক্রান্ত যেকোনো কাজে দালালদের খরচ ও হয়রানির শিকার হতে হতো। এখন সরাসরি অফিসিয়াল সেবা পাওয়ায় তাদের সময় ও অর্থ দুটোই বাঁচছে। ভূমি সেবাকে আরও জনবান্ধব করতে এ ধরনের গণশুনানি অব্যাহত রাখায় গ্রাহকরা স্বস্থিবোধ করছেন ।
উল্লেখ থাকে অত্র অফিসের : ভুমি সেবা প্রার্থীদেরকে বিভ্রান্তী , হয়রানী, উৎকোচ বিষয়ে কানাঘোষা, প্রপাকান্ড ছড়ানো বিষয় গুলো মুক্ত করতে ও স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহীতা বাড়াতে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সার্বিক ভাবে সহযোগিতা করছেন কানুনগো মোহাম্মদ হাবিবুল্লা খান, নাজির সোহানুর রহমান, ভিপি সহকারী শাহাবুদ্দিন সিহাব, মিসকেস সহকারী রইসুল আলম, সার্ভেয়ার শফিকুল ইসলাম ও মহসিন হাওলাদার সহ সকল কর্মচারীবৃন্দ।
রবিবার, ১৫ জুন, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৪ অপরাহ্ণ |