আজ রবিবার | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ |১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:১৬
বিডি দিনকাল ডেস্ক : ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা কাছ থেকে কোনো আশ্বাস পাইনি বিএনপি।
প্রায় ৫০ মিনিট স্থায়ী বৈঠক শেষে ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সদস্যরা ‘যমুনা’ থেকে বেরিয়ে এসে কথা বলার সময়ে এরকম জবাব আসে।
নির্বাচনের রোডম্যাপের বিষয়ে ‘কোনো আশ্বাস পেয়েছেন কিনা জানতে চাইলে বিএনপির প্রতিনিধি দলের সদস্য সালাহ উদ্দিন বলেন, ‘‘ স্পেসিফিক কোনো রকমের এরকম কথা হয় নাই, উনি(প্রধান উপদেষ্টা) স্পেসিফিক কিছু জানান নাই।”
‘‘ আমরা আমাদের দাবিগুলো উনাকে লিখিতভাবে জানিয়ে এসেছি।হয়তবা উনারা প্রেসের মাধ্যমে জানাবেন।”
আপনারা আলোচনায় সন্তুষ্ট কিনা জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘এখনই প্রতিক্রিয়া জানানোর দরকার নেই। উনারা প্রেস প্রতিক্রিয়া জানালে আমরা পরে জানাব।”
প্রতিনিধি দলের নেতা স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘ আমাদের আলোচনার মধ্যে আসছে সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা বলেছি, একটা সাথে আরেকটার সম্পর্ক নাই।”
‘‘ কারণ সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা আশা করেছি, এই সরকার সকলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সংস্কার দেবে। সেটা চলমান থাকবে। আমরা যদি ভবিষ্যতে জনগন ক্ষমতায় বসায় আমরা চলমানভাবে সংস্কারগুলো বাস্তবায়নে প্রচেষ্টা নেবো।”
তিনি স্পষ্টভাবে বলেন, ‘‘ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচরের জন্য দ্রুত রোডম্যাপ প্রণয়নের দাবি আমরা জানিয়েছি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অন্তুবর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।”
‘‘ যেকোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের ওপরে বর্তাবে।”
সম্প্রতি বিভিন্ন গুজব সম্পর্কে খন্দকার মোশাররফ বলেন, ‘‘ আমরা বলেছি যে, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টা পদত্যাগ চায়নি।বরংঞ্চ প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে।”
সালাহ উদ্দিন আহমেদ জানান, বিতর্কিত তিন উপদেষ্টার পদত্যাগের দাবি দু্ই ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগের বিষয়টি আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। তাদের কর্মকান্ডের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুন্ন হচ্ছে বলে আমরা বলেছি।
রাত সাড়ে পৌনে ৮টায় খন্দকার মোশাররফ হোসেন তার তিন সহকর্মীকে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় প্রবেশ করেন। ৮টা ৩৫ মিনিটে বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন খন্দকার মোশাররফ।
প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন।
উপদেষ্টাদের মধ্যে ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যার আলী রীয়াজ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন।
রবিবার, ১৫ জুন, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৪ অপরাহ্ণ |