আজ বৃহস্পতিবার | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জিলহজ, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:০৪
রাজধানীর বড় মগবাজার এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আবদুল বাতেন ওরফে অপু (৩৮) ২। মোঃ সাগর চৌকিদার (২১) ও ৩। মোসাঃ উর্মি আক্তার (২৫)।
আজ সোমবার (২৬ মে ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় বড় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, আজ বিকেলে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রমনা থানাধীন বড় মগবাজার এলাকায় কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে বাতেন, সাগর ও উর্মিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ত্রিশ লক্ষ টাকা। এ ঘটনায় রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর রমনাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৬ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৬ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪০ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০৬ অপরাহ্ণ |