আজ রবিবার | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ |১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৩০
বিডি দিনকাল ডেস্ক : আর কয়দিন পরেই পবিত্র ঈদুল আজহা । রাজধানী ঢাকা থেকে ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে কয়েক লক্ষ্য মানুষ । এই সব মানুষের অনেকেই বাস ,ট্রেন ,নদীপথে ঢাকা ছাড়ছেন ।
অভিযোগ রয়েছে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে থেকে যানবহনের সংশ্লিষ্ট ব্যক্তিরা । এই নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্ট হয় ঈদ আসলেই ।
ঈদ যাত্রা নিরাপদ – সাচ্ছন্দ করতেই বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্প ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে । তারেই ধারাবাহিকতায় অদ্য ৩১ মে ২০২৫ তারিখ ১৬০০-১৮৩০ ঘটিকা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড হতে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের জন্য ০৪ (চার) জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হেলাল (৩৮), শ্যামলী এন আর ট্রাভেলস, জিয়াউর (৩৬), পূর্বাশা পরিবহন, রুমেন (৪২) এবং নজরুল (৪১), মামুন পরিবহন। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার, ১৫ জুন, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৪ অপরাহ্ণ |