আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৩৮

নিজস্ব প্রতিবেদক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।
আজ রবিবার ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর পল্লবীতে চব্বিশের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া জীবন এবং ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পতিত স্বৈরাচার এর বিরুদ্ধে আন্দোলনে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন এর বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। এসময় তিনি শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতাও প্রদান করেন।
সর্বশেষ সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রমিকদল পল্লবী থানার ৫ নং ওয়ার্ডের শ্রমিকদলের সহসভাপতি বিল্লাল গাজীর বাসায় গিয়ে তার পরিবার এর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতা আমিনুল হক। এসময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া বিল্লালের মা’র কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়৷ বিএনপি নেতা আমিনুল হক নিহত বিল্লালের ছেলের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন।
এসময় আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার কর্তৃক গুম খুন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত হওয়া প্রত্যকটি শহীদ পরিবার এর পাশে রয়েছে বিএনপি । বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে সকল হত্যাকান্ডের বিচার করা হবে বলেও জানান তিনি।
মোঃ জাকির হোসেন
রবিবার, ০৮ জুন, ২০২৫ ইং।
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৪৪ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:০০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৯ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪১ অপরাহ্ণ |