আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১২

সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুর উপজেলার সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার (১০) ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের জন্য নির্মাণাধীন মূরাল ভেঙে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার(০৯জুন) মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে। সাদিয়ার মা আসমা জানান,আমার চোখের সামনে মূরাল ভেঙে চাপা পড়ে আমার মেয়ের মৃত্যুবরণ করেছে।
সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, খেলার ছলে তিনজন শিক্ষার্থী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের জন্য নির্মানাধীন মূরালের উপর উঠে পড়ে। এ সময় মূরাল ভেঙ্গে চাপা পড়ে সাদিয়ার মৃত্যু হয়। অপর দুইজন সামান্য আহত হয়েছে। সাদিয়া ওই এলাকার প্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে।
সখিপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, সাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |