আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১২

রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে এক কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এই ঘটনা ঘটে। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন, ‘এক কোটি আট লাখ টাকা ছিনতাই হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তারা নগদের ডিস্ট্রিবিউটর। যিনি প্রতিষ্ঠানটির মালিক তার বাসা থেকে কর্মীরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে তাদের অফিসে যাচ্ছিলেন। পথের মধ্যে র্যাবের পোশাক পরে মাইক্রোবাসে করে এসে টাকাটা ছিনিয়ে নিয়ে যায়।’
এদিকে ঘটনাস্থলের সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ব্যাগ নিয়ে যাওয়ার পথে কালো একটি মাইক্রোবাস উল্টোপাশ থেকে এসে তাদের গতিরোধ করে। এসময় মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ব্যাগটি নিয়ে দৌড় দেয়। এরপর র্যাবের জ্যাকেট (কোটি) পরা লোকেরা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। এ সময় ছিনতাইকারীদের হাতে ছোট আগ্নেয়াস্ত্র দেখা যায়।
ঈদ পরবর্তী এই ঘটনা জনমনে ব্যপক পতক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতি মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী যার যারঅবস্থান থেকে অপরাধীদের ধরার জন্য মাঠে রয়েছে।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |