আজ বৃহস্পতিবার | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই সফর, ১৪৪৭ হিজরি | রাত ২:২০
ঢাকা, ২৪ জুন ২০২৫ (মঙ্গলবার): আজ (২৪ জুন ২০২৫) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির ০২/২০২৫ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিওএ সভাপতি তার বক্তৃতায় ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও উক্ত সভায় গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিওএ এর কার্যনিবাহী কমিটির ০১/২০২৫ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি, ৩য় এশিয়ান ইয়ুথ গেমস, ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস ও ১৪তম সাউথ এশিয়ান গেমসে বাজেট প্রাপ্তি সাপেক্ষে আরো অধিক সংখ্যক খেলোয়ার এর অংশগ্রহণ অনুমোদিত হয়। ২০২৬ সালে স্কটল্যান্ড এর গ্লাসগো তে অনুষ্ঠিতব্য ২৩ তম কমনওয়েলথ গেমসে উন্মুক্ত কোটায় অ্যাথলেটিক্স, সুইমিং, বক্সিং এবং জিমন্যাস্টিকস ডিসিপ্লিনে ১৫ জন খেলোয়াড় এবং কোয়ালিফাই করার সাপেক্ষে ভারোত্তোলন ডিসিপ্লিনে আরো ০৫ জন সহ মোট ২০ জন খেলোয়াড় প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার, ৩০ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৭ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪২ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০৫ অপরাহ্ণ |