আজ মঙ্গলবার | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৫৭
মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, তবে কমিয়ে আনা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভবিষ্যতে মবের ঘটনা যাতে না ঘটে, সে জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন পর্যন্ত মব ভায়োলেন্সে জড়িত কতোজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কতোজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, সে সংখ্যা বলতে পারবো না। তবে বড় একটি সংখ্যার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার বিষয়টি উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, ওই ঘটনায় আমরা সবাই দুঃখিত। এটা মেনে নেয়া যায় না। ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা- খুঁজে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও দুর্বলতা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে।
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয়টি সব বাহিনীর প্রতিনিধি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। তবে যারা নির্বাচনে অংশ নেবেন, প্রার্থী হবেন, নির্বাচন সুষ্ঠু করতে তাদেরও দায়িত্ব রয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। তবে প্রার্থী যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের সহযোগিতা করতে হবে। তাহলে নির্বাচনটি ভালোভাবে শেষ করা সহজ হবে। জাহাঙ্গীর আলম আরও বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন। কমিশনকে সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিগত সময়ে দিনের ভোট রাতে হয়েছে, তখন আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিতে পারেনি, এবার তারা কতোটা পারবে? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তখন আপনারাও (মিডিয়া) ছিলেন। নির্বাচন নিয়ে আপনারাও কিছু বলেননি। জাহাঙ্গীর আলম আরও বলেন, নির্বাচনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী থাকে না, এর সঙ্গে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার থাকেন। নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে। তবে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো কার্যক্রম করতে পারেনি। আমরা যতটা আশা করছিলাম, ততটা মিছিল হয়নি। দলটি বড় কিছু করতে পারেনি। তারা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০২ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২১ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৭ অপরাহ্ণ |