আজ মঙ্গলবার | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৫৫
ঢাকা, ২৫ জুন ২০২৫ (বুধবার):দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ জুন ২০২৫ তারিখ ১৯১২-১৯৪৫ ঘটিকা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে রেলওয়ে স্টেশন এলাকা হতে ০৭ (সাত) জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোঃ জয় (২০), খাদিজা (২১), আম্বিয়া (৪০), ফাতেমা (২১), পরিমনি (১৯), নাছরিন (২১) এবং সুমাইয়া (১৯)। মাদক ব্যবসায়ীদের কাছে থেকে ১০৪টি গাঁজা (৫৭২ গ্রাম) এবং ৭,৫২২.০০ টাকা জব্দ করা হয়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিমানবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৩ অপরাহ্ণ |