আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৯:১২
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ইতিমধ্যে একটা দল নির্বাচনে মাঠে নেমে গেছে তারা বাড়িতে বাড়িতে ঢুকে বলছে আমাদের ভোট দেবেন, আমরা বেহেস্তের টিকিট নিয়ে এসেছি (নাউজুবিল্লাহ মিন জালেক) তারা এই ধরনের পাপাচারে লিপ্ত হয়ে গেছে ভোটের জন্য। বেহেস্তের টিকেট তো দিতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।
পরিবেশ ও বন উপদেষ্টা ড. রেজওয়ান আহসানকে উদ্দেশ্য করে আযম খান বলেন, আমি জানি আপনি দেশ প্রেমিক একজন উপদেষ্টা আপনি সখিপুরের সাধারণ মানুষের দিকে একটু তাকান। আটিয়া বন অধ্যাদেশ ৮২ একটি কালো আইন। আমরা জনগণের ভোটে সংসদে যেতে পারলে এই কালো আইন বাতিলের বিল আনব। কিন্তু সেটা তো আরো এক বছর, সে পর্যন্ত সখিপুরের মানুষের ঘর-বাড়ি ভেঙে বসতভিটা থেকে উচ্ছেদ করবেন না, তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে।
আযম খান, নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজ, দখলবাজ ও তদবিরবাজদের জায়গা হবেনা। কোন নেতা-কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তাদের দল থেকে বের করে দিয়ে পুলিশে দেওয়া হবে। এসময় তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেন।
শুক্রবার(২৭জুন) সন্ধ্যা ছয়টায় সখিপুর ডাকবাংলা মাঠে নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সখিপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান সাজু’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, মোঃ আমজাদ হোসেন মাস্টার , পৌর বিএনপি সভাপতি মো: নাসির উদ্দিন, সম্পাদক মীর আবুল হাসেম আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সবুর রেজা, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমূখ।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |