আজ মঙ্গলবার | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি | সকাল ১১:২২
কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক এ ঘোষণা দেন। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
কর্মসূচি প্রত্যাহার করে তিনি বলেন, এনবিআরের কমপ্লিট শাটডাউনের প্রেক্ষিতে আমদানী রপ্তানিতে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনে দেশে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনাকে আমরা স্বাগত জানাই। অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে কিছু ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া গেছে।
অন্য দিকে সরকার রাজস্ব ব্যবস্থা সংস্কারে যে কমিটি গঠন হয়েছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়। আমরা এই কমিটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে টেকসই রাজস্ব সংস্কার করতে অবদান রাখতে পারব বলে মনে করি। এমতাবস্থায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে এবং আমদানী-রপ্তানি সচল রাখতে তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের বিষয়টি মাথায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করছে। তবে একটি পূর্ণাঙ্গ এবং টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ এবং কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে, একই দিন এক বিবৃতিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টির কথা জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর কর্মকর্তাদের দ্রুত কর্মস্থলে ফেরার আহ্বান জানায়। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়।
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০২ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২১ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৭ অপরাহ্ণ |