আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:০৮

১৫ লাখ টাকা চাঁদার দাবিতে বন্দরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের টিআই কাজের সাব-ঠিকাদার ও সাবেক বিএনপি নেতা আতাউর রহমান মুকুলের উপর হামলা চালিয়েছে সোনারগাঁও বিএনপি নেতা বজলু ও তার বাহিনী। এসময় তাকে পিটিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় তারা। আজ রোববার দুপুরে নাসিক ২৭নং ওয়ার্ড হরিপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আতাউর রহমান মুকুল (৬৫) বন্দর উপজেলা সাবেক দুই বারের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক। এ হামলার ঘটনায় সোমবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৭ নং ওয়ার্ড হরিপুর এলাকায় অবস্থিত ৪২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের টিআই কাজটি ইজিপি টেন্ডারের মাধ্যমে নিযুক্ত হন ফতুল্লা হাজীগঞ্জ এলাকার মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদার প্রতিষ্ঠান। মূল ঠিকাদারের কাছ থেকে সাব ঠিকাদার হিসাবে কাজটি নিয়েছেন বন্দর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। রোববার দুপুরে তিনি কাজের চুক্তিপত্র স্বাক্ষর করতে বিদ্যুৎ কেন্দ্রের যান। এসময় পূর্ব পরিকল্পিত ভাবে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমান ও তার বাহিনীর লোকজন মুকুলের উপর হামলা চালায় এবং জামাকাপড় ছিঁড়ে ফেলে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
ভুক্তভোগী আহত ঠিকাদার মুকুল জানান, বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাওয়ার পর থেকে ডন বজলু ১৫ লাখ টাকা দাবিতে হুমকি ধমকি প্রদান করেছিল। এ ঘটনায় বন্দর থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছি। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান, ঠিকাদারকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |