আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ৯:৫২

ঢাকা : বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল (৮ জুলাই, মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় জাতীয় ঐকমত্য কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের সাথে বাংলাদেশ নির্বাচন কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু করণীয় বিষয়গুলো বাস্তবায়নের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করা হয়েছে।
বৈঠকে নির্বাচন কমিশনারের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এম, এম, নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আলোচনায় যোগ দেন।
ঐকমত্য কমিশনের পক্ষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ-সহ কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। (বাসস)
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |