আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৪৬
ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় এবার ট্রাম্প প্রশাসনের রোশানলে পড়লেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। আলবানিজের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ, সন্ত্রাসবাদে উস্কানি দেয়াসহ মধ্যপ্রাচ্যে জাতিসংঘের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে শাস্তি আরোপের প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টকে হেগে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান আলবানিজ। মূলত এ কারণেই তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, আলবানিজের কর্মকাণ্ড অবৈধ বলে উল্লেখ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তারা বলছে, আলবানিজের কার্যক্রম বিঘ্নতা তৈরি করে যা অবৈধ। কেননা ইসরাইল অথবা যুক্তরাষ্ট্রের কেউই আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাতা চুক্তি- রোম সংবিধির সঙ্গে যুক্ত নয়। সুতরাং তার ওপর যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার অর্থ হলো তিনি এখন নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদরদপ্তরে যেতে ভিসা পাবেন না। এছাড়া যুক্তরাষ্ট্রে তার কোনো সম্পত্তি থাকলে তাও বাজেয়াপ্ত করা হতে পারে। অন্যদিকে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- ফিলিস্তিনি জনগণের পক্ষে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আলবানিজের সঙ্গে যেসকল আমেরিকান কাজ করতে আগ্রহী তাদেরকেও শাস্তির আওতায় আনতে পারে যুক্তরাষ্ট্র।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |