আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ৯:৩৭

সখিপুর (টাংগাইল) প্রতিনিধি: দৈনিক দিনকাল পত্রিকার টাঙ্গাইলের সখিপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের একমাত্র ছেলে মেহরাব শাহরিয়ার মিরান এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। সে সখিপুর পিএম পাইলট গভমেন্ট মডেল স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে সে বিজ্ঞানী হতে চায়। মিরান সাংবাদিক শরীফুল ইসলাম ও মরিয়ম আক্তার দম্পতির একমাত্র পুত্র সন্তান ।
উল্লেখ্য চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী।
পরীক্ষায় পাসের গড় হার ৬৮.৪৫ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় প্রতিটি শিক্ষা বোর্ড একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে।
এ বছর ঢাক বোর্ডের পাসের হার ৬৭.৫১ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৭৭.৬৩ শতাংশ, কুমিল্লা বোর্ড পাসের হার ৬৩.৬০ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭২.০৭ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৫৬.৩৮ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৬৮.৫৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭.০৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৮.২২ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |