আজ সোমবার | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |২৬শে মহর্রম, ১৪৪৭ হিজরি | রাত ৪:৩৬
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান,বিএনপি দেশপ্রেমিক উন্নয়নমুখি দল,ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ সরকারের মতো লুটপাটে বিশ্বাসী নয়,বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। শুক্রবার বিকালে বেতুয়া ফুটবল টুর্নামেন্ট/২৫ প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব কথা বলেন।
বেতুয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় মোঃ শামসুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, মানবাধিকার বিষয়ক সম্পাদক বাবুল সিকদার, বিএনপি নেতা কামরুজ্জামান, নজরুল ইসলাম,উপজেলা যুবদল আহবায়ক বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল,যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন প্রমুখ।
জনাব আযম খান আরো বলেন,দেশে নির্বাচন বানচাল করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের ফাঁদে কেউ পা দিবেন না। খেলায় ট্রাইবেকারে মামুন একাদশ ৪-৩ গোলে জয়লাভ করে। পরে বিজয়ী মামুন একাদশ বিজিত জিসান একাদশের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান রুবেল এর রহস্যজনক মৃত্যুর জন্য তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য তার বাড়িতে যান।
রবিবার, ২০ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৫৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১১ অপরাহ্ণ |