আজ সোমবার | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১:৩৯

শিরোনাম :

ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং (নজরদারি) জোরদার করবে সরকার পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবারের জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ওপর কোনো বাধা থাকবে না:তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাত লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আর নেই কুয়েত দূতাবাসে শ্রম উইংয়ের দুর্নীতির আঁধার: জাল সনদধারী ও ক্ষমতাবান কল্যাণ সহকারীদের দাপট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবকাশকালীন সময়ে অফিসের সময়সূচি নির্ধারণ চট্টগ্রাম ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চলমান জশনে জুলুসে পদদলিত হয়ে দুই জনের মৃত্যু , কমপক্ষে ১০ জন আহত সেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে অবশেষে খালাস পেলেন তারেক রহমানসহ সব আসামি

স্মরণীয় উত্তরায় রাজপথে ২০২৪ইং যা ঘটলো : সেই ১৮ জুলাই ও ১৯ জুলাই এর ঘটনা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে

কোটা সংস্কার আন্দোলন : ১৮-১৯ জুলাই উত্তরায় যা যা ঘটল

প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ

কামরুল হাসান বাবলু : – গত বছরের ১৬ জুলাই এবং ১৭ জুলাই দুই দিন উত্তরায় রাজপথে নেমে কোটা আন্দোলনের পক্ষে রাজপথ দখল করে আন্দোলন করছিলো ছাত্ররা । বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটনা ঘটেনি । কিন্তু আন্দোলন থেমে নাই । উত্তরার জসিমউদ্দিন রোডের মাথা থেকে শুরু করে আব্দুল্লাহপুর পর্যন্ত গোটা সড়ক ছাত্র-জনতার দখলে চলে যায়। এই দুই দিন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের সাথে কিছুক্ষণ ম্যারাথন ধাওয়া পাল্টাধাওয়া হয় । এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে। বন্ধ হয়ে যায় সকল মার্কেট।

১৮ জুলাই ও ১৯ জুলাই এর ঘটনা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে : ১৮ তারিখ সকাল ১০টা থেকে ছাত্ররা কয়েক ভাগে বিভক্ত হয়ে রাস্তায় নামতে শুরু করে । জসিমউদ্দিন রোডের মাথায় এবং রাজলক্ষীতে একটি গ্ৰুপ, আজমপুর বাসস্ট্যান্ড এবং বিএনএস একটি গ্ৰুপ, হাউজ বিলিং একটি এবং আব্দুল্লাহপুরে একটি গ্রুপ অবস্থান নেয় ।

 

অন্যদিকে, আরেকটি অংশ আজমপুর রেললাইন থেকে আসা সড়কটি বন্ধ করে অবস্থান করে নবাব হাবীবুল্লাহ স্কুল এন্ড কলেজের সামনে । এই স্পটগুলোতে তারা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে । এক পর্যায়ে ছাত্রদের সংখ্যা বাড়তে থাকে। ছাত্রদের সাথে সাধারণ জনতার উপস্থিতিও দেখা যায় । দেখা যায় অনেক অভিবাবককেও ।

এই অবস্থায় আজমপুর মোড়ে ৪ নং সেক্টরে উত্তরা পূর্বথানায় অবস্থান করা বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল সকাল থেকে । আইনশৃঙ্খলা বাহিনী একপর্যায়ে থানা কম্পাউন্ড থেকে বের হয়ে মূল সড়কে অবস্থান নেয়। তখন বেলা ১১ টা । শুরু হয়ে যায় ধাওয়া পাল্টাধাওয়া । চতুর্মুখী আক্রমণ ঠেকাতে ব্যাপক হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে । একদিকে মুহু মুহু গুলি, টিয়ারসেল, সাউন্ড গ্র্যান্ড অন্যদিকে ইট,পাথর ছুড়ে জবাব দিচ্ছে ছাত্র জনতা । ততক্ষণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দুপুর ১টার দিকে ছাত্র জনতার আক্রমণে আইশৃঙ্খলাবাহিনী টিকতে না পেরে থানায় আশ্রয় নেয় । এ সুযোগে আন্দোলনকারীরা থানার মূল ফটকে চলে এসে অনবরত ঢিল ছুড়তে থাকে । এতে থানার দরজা, জানালার কাচগুলো ভেঙে চুরমার হয়ে যায় । ঠিক ওই সময় আন্দোলনকারীরা থানার সামনে পার্ক করা দুটো মালবাহী ট্রাক এবং ডিএমপির একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় । থানার আরেকটি ছোট বাহনে গেটের দক্ষিণে পার্ক করা তাতেও আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা । ততক্ষণে থানায় অবস্থান করা কোনো বাহিনীর সদস্যদের কাছে প্রতিরোধ করার মতো তেমন গুলি, সাউন্ডগ্রেনড, টিয়ারসেল ছিলো না। এরইমধ্যে আতঙ্ক দেখা যায় বাহিনীর সদস্যদের মধ্যে। এরমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজিবির সাহায্য কামনা করে । কিন্তু বিজিবিও আসতে দেরি হচ্ছে । উৎকণ্ঠা আরো বাড়তে থাকে ।

একপর্যায়ে বাহিনীর কয়েক সদস্য থানার ভিতর থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে । এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে । এই সুযোগে বাহিনীর সকল সদস্য একযোগে ডাক-চিৎকার দিয়ে থানা থেকে বের হয়ে মূল সড়কে অবস্থান নেয়। বাহিনীর কিছু সদস্য রাস্তারপশ্চিম পারে অবস্থিত একটি মার্কেটের সামনে থেকে চিলের মতো ছোপ দিয়ে কয়েকজন আন্দোলনকারীকে ধরে নিয়ে আসে । এই অবস্থায় দক্ষিণ দিক থেকে ব্যারিকেড ভেঙে বিজিবি এবংর‌্যাব এর কয়েকটি দলকে আসতে দেখা যায় । সেই সব যান থেকেও গুলি টিয়ারসেল ,সাউন্ড গ্র্যান্ড ছোঁড়া হয় । তখন থানার খবর আসে র‌্যারের একটি বাহনে আগুন দিয়েছে আন্দোলনকারীরা । এই অবস্থা চলছে রাত পর্যন্ত । মূল সড়কের ল্যাম্প পোস্ট এর বাতিগুলো বন্ধ করে দেয়া হয় । তখন এক ভূতুড়ে পরিবেশ দেখা যায় পুর এলাকায়।

অন্যদিকে শত শত আন্দোলনকারী আহত হওয়ার খবর আসে দুপুর ২টার পর । বেশ কয়েকজন এর নিহত হওয়ার খবর পাওয়া যায় । এই খবরে মূল সড়ক ছেড়ে ৬ নং সেক্টরে অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে আহতদের এবং নিহতদের খোঁজ নিতে যাওয়া হয় । সেখানে গিয়ে তাৎক্ষণিক ৪ জনের মৃতদেহ দেখা যায় এবং ইমার্জেন্সি বিভাগে গুরুতর আহত অনেকের চিকিৎসা চলছিল । এরই মাঝে আরো অনেক আহত ব্যক্তিদের আনা হয় চিকিৎসার জন্য । এই সময় হাসপাতাল জুড়ে এক হৃদয় বিদারক এর সৃষ্টি হয় । ততক্ষণে পুরো হাসপাতালটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় ছাত্ররা । তারপর থেকে সাংবাদিকদের সঠিক তথ্য সংগ্রহে কোনো সহযোগিতা করেনি ছাত্ররা । হাসপাতালের ভিতরেও সাংবাদিকদের ঢুকতে দেয়া হয় নাই । রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে আহতদের প্রবেশের চিত্র । এরই ফাঁকে একজন নার্সের সাথে কৌশলে কথা বললে তিনি ৬ থেকে ৭ জনের নিহত হওয়ার খবর দেন ।

অন্যদিকে কুয়েতমৈত্রী হাসপাতাল ছাড়া অন্যান্য হাসপাতালেও অনেক আহত নিহতদের নেয়া হওয়ার সংবাদ পাওয়া যায় আন্দোলনকারী ছাত্রদের কাছ থেকে । এরপরের দিন শুক্রবার এবং শনিবার কয়েকটি হাসপাতাল আহত নিহতদের সংবাদ প্রকাশ করতে অনীহা প্রকাশ করে পুলিশের সহযোগিতা চাইতে বলেন ।

এরই মধ্যে হাওয়া থেকে পাওয়া খবরে নানা ভাবে জানা যায়, অনেক নিহত হয়েছেন, আহত কয়েক হাজার। কিন্তু এককে জন একেক তথ্য দেন । হাওয়া থেকে পাওয়া কোনো খবরকে বিশ্বাস করে না দৈনিক যায়যায়দিন । যতক্ষণ পর্যন্ত না সঠিক তথ্য পাওয়া যায় ।

১৯ জুলাই শুক্রবার কি হলো : ১৯ জুলাই শুক্রবার জুম্মার আগে থেকে উত্তরার প্রধান সড়কসহ নানা জাগায় ব্যাপক সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকদের সাথে । এই সংঘর্ষ গড়ায় কারফিউর আগে পর্যন্ত । তবে মহাসড়ক সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী ও লীগের সমর্থকরা । পরিস্থিতি সামাল দিতে গুলির ঘটনাও ঘটে কয়েকবার। এর মধ্যেই বিকাল ৪টার দিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম দলবল নিয়ে আন্দোলনকারীদের কাছে আসেন। তখন দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাদের দেখে আন্দোলনকারীরা ক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে জাহাঙ্গীরকে মারধর করেন। তাকে বাঁচাতে আসলে পিটুনির শিকার হন পিএস রানা মোল্লা। মারধরে তার মৃত্যু হয়। এই খবর দ্রুতই ছড়িয়ে পরে বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং উত্তরার বিভিন্ন এলাকার জনগণের মাঝে । এই খবরে সাধারণ মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো রাস্তায় নেমে পরে । তখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে উৎসুক জনতাসহ সাধারণ জনগণের সাথে থেমে থেমে সংঘর্ষ চলছে ।

জাহাঙ্গীরের আহত এবং তাঁর পিএস রানা মোল্লার নিহতের খবরে উত্তরার অনেক সংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে কয়েক সাংবাদিক কাজ শুরু করলে আন্দোলনরত জনতার মধ্যে লুকিয়ে থাকা একদল দুস্কৃতিকারীদের হাতে শারীরিক আঘাত প্রাপ্ত হন । সেই সাথে অনেকের কাছে থাকে ক্যামেরা, ফোন এবং অর্থ ছিনিয়ে নেয় এসব দুস্কৃতিকারীরা । এই ঘটনা থেকে বাদ যাননি দৈনিক যায়যায়দিন এর বিমানবন্দর ও দক্ষিণখান থানার এই প্রতিনিধি কামরুল হাসান বাবলুও । তিনি সাংবাদিক পরিচয়ে তথ্য সংগ্রহে দক্ষিণখান থানার আজমপুর রেলগেটে উপস্থিত হলে আচমকা একদল দুস্কৃতিকারীদের রোষানলে পড়েন । এই সব দুস্কৃতিকারীরা সাংবাদিক পাইছি বলে চারদিক থেকে ঘিরে ধরে নানা ভাবে আঘাত করতে থাকে শরীরের বিভিন্ন স্থানে। তিনি এক পর্যায়ে লুটিয়ে পড়লে কয়েকজন সুরিদয় ব্যক্তি মানব ঢাল তৈরি করে একটি ফার্মেসিতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান । এই সময় দুস্কৃতিকারীরা এই প্রতিবেদকের হাতে থাকে একটি মূল্যবান ল্যান্সসহ একটি ক্যামেরা ও কাছে থাকে প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেন । বর্তমানে এই প্রতিনিধি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন । (পুনরাবৃত্তি )

এক্সক্লুসিভ প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং (নজরদারি) জোরদার করবে সরকার

    ‘মব’ যখন বিশ্বসাহিত্য কেন্দ্রে!

    পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ওপর কোনো বাধা থাকবে না:তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম

    শ্রীমঙ্গলে আনসার ব্যাটালিয়নের সফল ফায়ারিং অনুশীলন

    কুড়িগ্রামে নতুনকুঁড়ি প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়ন করতে সভা

    ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

    ডিএমপি এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি

    বিমান বাহিনী কর্তৃক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” উদ্বোধন

    বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদ এর মাতা র মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলসহ দক্ষিণ বিএনপি’র শোকবার্তা

    উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাত

    লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আর নেই

    কুয়েত দূতাবাসে শ্রম উইংয়ের দুর্নীতির আঁধার: জাল সনদধারী ও ক্ষমতাবান কল্যাণ সহকারীদের দাপট

    চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

    সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে পুলিশের এক এসআই ও ১০ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত

    নেপাল বাংলাদেশের ২৫তম ম‍্যাচের নবম ড্র

    সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবকাশকালীন সময়ে অফিসের সময়সূচি নির্ধারণ

    শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক অটোরিকশা চালকের চোখ উপড়ে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে

    চট্টগ্রাম ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চলমান জশনে জুলুসে পদদলিত হয়ে দুই জনের মৃত্যু , কমপক্ষে ১০ জন আহত

    নুরাল পাগলার লাশ পোড়ানো নিন্দনীয় ও অগ্রহণযোগ্য কাজ : হেফাজতে ইসলাম

    মেহেরপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : আতিকুর রহমান রুমন( ভিডিও সহ )

    কুড়িগ্রামে দেখা মিললো চার পা-ওয়ালা কানি বকের

    নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার নাটক সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

    সখিপুরে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী

    কুড়িগ্রামে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত

    বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আশুলিয়ার বিভিন্ন স্থানে জনসমাবেশ

    দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে : আমিনুল হক

    বিএনপি ক্ষমতায় এলে ওলামা-মাশায়েখদের জন্য বেতন-সুবিধা বৃদ্ধি করা হবে — মীর সরফত আলী সপু

    জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি’র বিবৃতি


    • রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৬ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৬:৪২ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১২:৫৬ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২৪ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৭:১০ অপরাহ্ণ
      এশা রাত ৮:২৭ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।