আজ সোমবার | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |২৬শে মহর্রম, ১৪৪৭ হিজরি | রাত ৪:২১
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের নেতা মো:উকিল মোল্লা কে নাশকতা মামলায় আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৮জুলাই) শুক্রবার রাতে অভিযান চালিয়ে উকিল মোল্লা কে লুটিয়া গ্রাম থেকে আটক করেছে থানা পুলিশ।আটককৃত উকিল মোল্লা লুটিয়া গ্রামের দুলাল মোল্লার ছেলে ।
সূত্রে জানা গেছে উকিল মোল্লা দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করতেন। বিগত সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী পথসভা হতো ইউনিয়নে উকিল মোল্লার নেতৃত্বে। এছাড়াও উকিল মোল্লার বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা,নাশকতা মামলা সহ ৬ টা মামলা রয়েছে।
নাম প্রকাশ্য অনিচ্ছুক লুটিয়া গ্রামের কয়েকজন জানান এই উকিল মোল্লা বিগত আওয়ামী লীগের আমলে তার এলাকার মেম্বার ফিরোজ ও তার ভাই যুবলীগ নেতা সাগর শেখের ছায়াতলে থেকে বিভিন্ন অপকর্ম করে বেড়াতেন। ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে পারতেন না ।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শরিফুল ইসলাম, উকিল মোল্লাকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
রবিবার, ২০ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৫৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১১ অপরাহ্ণ |