আজ বৃহস্পতিবার | ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |২৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি | সকাল ৭:০৫
নেত্রকোণা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, বারহাট্টা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান রিজভী গতকাল দুপুরে ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান রিজভী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান রিজভী’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। নেত্রকোণা জেলা ও বারহাট্টা উপজেলা বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে তিনি নিবেদিতপ্রাণ ছিলেন। তার মৃত্যুতে নেত্রকোণা জেলা ও বারহাট্টা উপজেলা বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। তিনি ছিলেন একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। ‘৭১ এর স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার সাহসী অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ^াসী ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স নেত্রকোণা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, বারহাট্টা উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান রিজভী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সহ-দফতর সম্পাদক এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।প্রেস বিজ্ঞপ্তিCONDOLENCE OF BNP SECRETARY GENERAL-23-07-25
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০০ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৫ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০৯ অপরাহ্ণ |