আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:০৯
কামরুল হাসান বাবলু : কুয়েত বাংলাদেশ দূতাবাসে আসা সেবা গ্রহীতাদের সাথে নানা ভাবে প্রতারণার অভিযোগে প্রবাসী বাংলাদেশি আবু হোসেন মারফুল্লাহকে গ্রেফতার করিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এর কর্তৃপক্ষ ।
তার এই গ্রেফতারের বিষয়য়টি বিজ্ঞপ্তি আকারে দূতাবাসের ফেইজে জানান দেয়া হয় । দূতাবাসের কাউন্সেলর ও দূতালয়প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ জানান হয় ।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্য থেকে জানায় যায় যে , প্রবাসী বাংলাদেশি আবু হোসেন মারফুল্লাহ , সিভিল আইডি নম্বর – 277072902689 , পাসোর্ট নম্বর – EK0289975 . দূতাবাসে আগুন্তক সেবা গ্রহীতাদের বিভিন্ন সেবা পাইয়ে দেয়ার নাম করে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতেন । এই বিষয়ে দূতাবাসের নজরে আসলে কয়েক বার তাকে ডেকে সতর্ক করে দেয়া হয় । কিন্তু উক্ত ব্যক্তি নিজের মতো করেই সে পূর্বের মতো কর্মকান্ড অব্যাহত রাখে ।
এক পর্যায়ে গত ১৬ জুন ২০২৫ ইং তারিখে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেয়া হয় । তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রেখে কুয়েত আইনশৃঙ্খলা বাহিনী দূতাবাসের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে তাকে গত ১২ জুলাই ২০২৫ ইং তারিখে বাংলাদেশে স্থায়ীভাবে ফেরত পাঠায়।
ভবিষ্যতে কোনো প্রবাসী বাংলাদেশি কেউ যদি এহনো অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে পড়ে সেই সব জড়িত ব্যক্তিদের ক্ষেত্রেও বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা উল্ল্যেখ করেন ।
এদিকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশের পর অনেক প্রবাসী সাধুবাদ জানান । অনেকে আবার প্রশ্ন তুলে বলেন, এই সকল প্রবাসী বাংলাদেশী দালালরা একক ভাব কোনো কাজ করতে পারেন না , যদি না দূতাবাসের এক শ্রেণীর কর্মচারীদের সহযোগিতা না পায়। বিশেষ করে পাসপোর্ট , লাইসেসন্স , অন্নান্ন জরুরি কাগজপত্র সত্যায়িত এর বিষয় রয়েছে । এসব দালালদের সাথে দূতাবাসের মুখোশধারী কর্মচারীরা জড়িত । তাদেরকেও চিহ্নিত করে ব্যবস্থা নিলে সেবাগ্রহিতরা যেমন ভালো সেবা পাবে তেমনি দূতাবাসের এই ধরণের উদ্যোগে সফলতা আসবে বলে অভিজ্ঞ প্রবাসীরা মনে করেন।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |