আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ১০:১৩

শিরোনাম :

মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগপত্র গৃহীত জাতীয় নির্বাচনের তপসিল ঘোষণা সন্তোষ প্রকাশ মির্জা ফখরুল’র আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে হবে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর কিছু বিষয় সংশোধন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগের পর উপদেষ্টা পরিষদের দফতর পুনর্বন্টন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে : ইসি সচিব দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা : নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই এই পদত্যাগ পত্র কার্যকর সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ধানমণ্ডি এলাকাতেই প্রায় ১১ মাস আত্মগোপনে ছিলেন!

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক ধানমণ্ডি এলাকাতেই প্রায় ১১ মাস আত্মগোপনে ছিলেন। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিনও তিনি বাড়িতে অবস্থান করছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এই খবর পাওয়ার পর তিনিও বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। এরপর তিনি ধানমণ্ডি এলাকাতেই তার নিকটআত্মীয়ের বাসায় ছিলেন। আত্মগোপনে থাকাকালীন তাকে অন্তত চারটি মামলায় আসামি করা হয়। খায়রুল হক আত্মীয়ের বাসায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। পরিস্থিতি শান্ত হয়ে আসায় তিনি অনেকটা গোপনেই ধানমণ্ডির নায়েম রোডের-২ নম্বর বাসায় ফিরে আসেন। এরপর থেকে তিনি সেখানেই পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন। নির্ভরযোগ্য সূত্রের দাবি. সরকারের উচ্চপর্যায়ের একজন দায়িত্বশীল ব্যক্তি খায়রুল হকের অবস্থান সম্পর্কে জানতেন। এছাড়া বর্তমান আইন কমিশনেও খায়রুল হকের এক আত্মীয় দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য যে, বর্তমান আইন কমিশন গঠন করা হয় ৫ই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের পর।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, খায়রুল হক আত্মগোপনে থাকলেও তিনি নজরদারিতে ছিলেন। গোয়েন্দারা তাকে বিভিন্নভাবে নজরদারিতে রেখেছিল। তার গতিবিধি অনুসরণ করছিল। সর্বশেষ সরকারের নীতি-নির্ধারণী পর্যায় থেকে অনুমতি আসার পর ডিবি’র একটি টিম তাকে গ্রেপ্তার করে। গতকাল রাতে তাকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় আদালতে হাজির করে ডিবি। এদিন ডিবি তাকে রিমান্ডের আবেদন না করে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করে। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল দুপুর তিনটা। ঢাকা কলেজ ঘেঁষা একটি রোড দিয়ে প্রবেশ করে কিছুদূর সামনে গিয়ে দেখা মিলল নায়েম রোডের। এই রোডের ২ নম্বর বাড়িটির নাম বায়তুল সালাম। ৬তলা এই ভবনটি সাবেক এই বিচারপতির নিজের বাসা বলে জানিয়েছেন প্রতিবেশীরা। বাড়ির সামনের রাস্তায় সুনসান নীরবতা। যানবাহন চলাচলও সীমিত। মাঝেমধ্যে কয়েকটি ব্যাটারিচালিত রিকশা চলতে ও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এর বাইরে মাঝেমধ্যে প্রাইভেটকার বিভিন্ন ভবন থেকে বের হয় আবার ভেতরে প্রবেশ করছিল। খায়রুল হকের বাড়ির বামপাশে রয়েছে বসতি ক্যামেলিয়া ও ডান পাশে আরমান নেস্ট নামের দু’টি বহুতল ভবন। পাশাপাশি তিনটি ভবন হলেও ভবনের বাসিন্দাদের কারও দেখা মিলেনি। খায়রুল হকের বাসায় প্রবেশ করার জন্য ফটকে কড়া নাড়লে নিরাপত্তাকর্মী এসে বললেন ভেতরে কেউ থাকে না। কোনো বিষয়ে কথা বলতে পারবো না। কথা না বাড়িয়ে এক নারীর ইশারায় নিরাপত্তাকর্মী ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর এসে ফটকে তালা লাগিয়ে দেন। ভেতরে কেউ নাই এমন তথ্য নিরাপত্তাকর্মী জানালেও এর সত্যতা পাওয়া যায়নি। বাহিরে থেকে ভবনের প্রতিটি তলায় লোকজন ছিল। কয়েকঘণ্টা অপেক্ষা করেও ভবনের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ সময়ে কেউ ভেতর থেকে বাহিরে আর বাহির থেকে ভেতরে প্রবেশ করেননি। স্থানীয় রিকশাচালক আওলাদ। যিনি বিচারপতির বাসার সামনেই বহু বছর ধরে যাত্রীর জন্য অপেক্ষা করেন। তিনি মানবজনিকে বলেন, এই এলাকার মানুষকে রাস্তাঘাটে দেখা যায় না। শুধুমাত্র জরুরি প্রয়োজন ও পেশার তাগিদে তারা বের হন আর প্রবেশ করেন। এক বাসার বাসিন্দাদের সঙ্গে আরেক বাসার বাসিন্দাদের তেমন সখ্য নাই। তিনি বলেন, সকাল ৬টার কিছুক্ষণ আগে আমি এখানে আসি। এসে দেখি দু’টি মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। আর রাস্তায় হাঁটাহাঁটি করছেন কয়েকজন যুবক। তাদের শরীরে পুলিশের পোশাক ছিল না। সিভিলে থাকলেও তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে তারা ডিবি সদস্য। এ সময় খায়রুল হকের বাসার ভেতরেও কয়েকজন অবস্থান করছিলেন। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় পরে তারা সাবেক এই বিচারপতিকে আটক করে মাইক্রোবাসে করে নিয়ে যান।

খায়রুল হকের বিষয়ে আশপাশের বাসিন্দারাও তেমন কিছু জানেন না। তিনি বাহিরে হাঁটাচলাও করতেন না। সরকার পতনের অনেক আগে জুম্মার দিনগুলোতে মসজিদে নামাজ পড়তে দেখেছেন কিছু প্রতিবেশী। তিনি চেয়ারে বসে নামাজ পড়তেন। তাকে নামাজ পড়তে কেউ কেউ সাহায্য করেছেন এমনটিও দেখেছেন। তবে ৫ই আগস্টের পর তাকে আর কোথাও দেখা যায়নি।

খায়রুল হকের পাশের বসতি ক্যামেলিয়া ভবনের নিরাপত্তাকর্মী নজরুল বলেন, আমি দীর্ঘদিন ধরে এখানে চাকরির সুবাদে ওই বাসার কিছু বিষয়ে জানি। খায়রুল হক প্রয়োজন ছাড়া বাহিরে বের হতেন না। সকালে গাড়ি নিয়ে বের হতেন একটি নির্দিষ্ট সময় পর চলে আসতেন। শুক্রবার হলে আগে মসজিদে নামাজ পড়তেন। সরকার পতনের দিনই তিনি বাড়ি থেকে চলে যান। তখনও তিনি পুলিশি নিরাপত্তায় ছিলেন। পুলিশ পাহারায় থাকলেও তিনি পালিয়ে যান। পরেরদিন পুলিশ সদস্যরাও আশেপাশের বাসিন্দাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। এরপর কখন যে এই বাসায় প্রবেশ করেছেন সেই খবর আর কেউ জানতে পারেনি। আমি নিজেও কাছাকাছি থেকেও জানতে পারিনি। বাসার বাহিরেও তাকে দেখিনি। তিনি বলেন, এই ভবনটির মালিক সাবেক এই প্রধান বিচারপতি। নিচতলায় তিনি ও তার এক ছেলে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। বড় ছেলে আইনজীবী। তার দুই সন্তান রয়েছে। দ্বিতীয়তলায় স্ত্রী নিয়ে ছোট ছেলে থাকেন। তার এক ছেলে সন্তান রয়েছে। এছাড়া খায়রুল হকের একমাত্র মেয়ে লন্ডনে থাকেন। তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। ভবনের অন্যান্য ফ্ল্যাটগুলো ভাড়া দেয়া। কাজ করার জন্য কয়েকজন লোক আছে। তারাই রান্না করাসহ খায়রুল হকের সেবাযত্ন করতেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ৫ই আগস্টে তিনি উদ্বিগ্ন ছিলেন। চারদিক থেকে যখন বাসাবাড়িতে হামলার খবর আসছিল তখন তিনি ভয়ে ছিলেন। হামলার ভয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। তবে আশপাশেই এক স্বজনের বাসায় কাটিয়েছেন কিছুদিন। বাহিরে চলাফেরা না করা ও মানুষের সঙ্গে মেলামেশা না করার কারণে তিনি কখন বাসায় এসেছেন নাকি আসেননি সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি উনার বাসায় নিরাপত্তাকর্মীরাও এসব বিষয়ে মুখ খুলেননি। সবাইকে সতর্ক করে দেয়া হয়েছিল। তবে শুনেছি বাসায় থেকে তিনি তার প্রয়োজনীয় সব কাজ সারতেন।

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তার বাসা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অন্তত চারটি মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আলাদতে পাঠানো হয়েছে। দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসাবে এবিএম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০শে সেপ্টেম্বর। পরের বছর (২০১১ সাল) ১৭ই মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন। রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে বিতর্কের শেষ নাই।

জামিন নাকচ, কারাগারে প্রেরণ: এদিকে, ডিবি যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে পুলিশের প্রহরায় আদালতে হাজির করে। ডিবি লিখিত আবেদনে জানায়, গত বছরের ১৮ই জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় কোটা সংস্কারের দাবিতে ছাত্রদল, যুবদল ও কৃষক দলের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। গুলিতে মো. আলাউদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম আহাদসহ কয়েকজন নিহত ও অনেকে আহত হন। মামলায় এবিএম খায়রুল হককে ৪৪ নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় খায়রুল হকের সংশ্লিষ্টতার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তিনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় বিভিন্ন সময়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রায় প্রদানের অভিযোগেও জড়িত ছিলেন। নারায়ণগঞ্জ জেলার বন্দর ও ফতুল্লা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, প্রতারণা, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা চলমান রয়েছে। এ ছাড়া শাহবাগ থানায় দায়ের করা আরেক মামলায় বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতিমূলক রায় প্রদান ও জাল-জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। আসামি প্রভাবশালী হওয়ায় জামিনে মুক্তি পেলে মামলার তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারেন এবং জামিনে মুক্তি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা রয়েছে। এজন্য তাকে বিচার শেষ না হওয়া পর্যন্ত জেল হেফাজতে রাখার জন্য আদালতের কাছে অনুরোধ জানিয়েছে ডিবি। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহর আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওদিকে, নিরাপত্তার কারণে খায়রুল হককে দিনভর আদালতে হাজির করা হয়নি। রাতে আদালতে আইনজীবী ও সাধারণ মানুষের উপস্থিতি কমে যাওয়ার পর কঠোর নিরাপত্তায় তাকে সেখানে নেয়া হয়। কঠোর নিরাপত্তার মধ্যেই তাকে আবার কারাগারে পাঠানো হয়।সূত্র: মানবজমিন

আইন/আদালত এক্সক্লুসিভ প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কর্মসূচি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় বিএনপির নিন্দা – প্রতিবাদ

    গণসংযোগকালে শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ককে গুলিবিদ্ধ করার ঘটনায় বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে

    বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ ০২ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে এনসিপি

    মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগপত্র গৃহীত

    জাতীয় নির্বাচনের তপসিল ঘোষণা সন্তোষ প্রকাশ মির্জা ফখরুল’র

    আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি

    জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে হবে

    ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর কিছু বিষয় সংশোধন

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা

    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগের পর উপদেষ্টা পরিষদের দফতর পুনর্বন্টন

    লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে : ইসি সচিব

    বনানীতে স্পা সেন্টারের আড়ালে বাধ্যতামূলক যৌনবৃত্তি, ০৭ জন অপ্রাপ্ত বয়স্কসহ ১২ জন ভুক্তভোগীকে উদ্ধার করলো সিআইডি

    বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেকৃবি এ্যাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

    এ মাসেই তারেক রহমান দেশে ফিরবেন: ইশরাক

    গত ১৭ বছর ধরে দেশের মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে, তাকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না: সাইফুল হক

    আমার স্বপ্ন স্বনির্ভর কুড়িগ্রাম প্রতিষ্ঠা করা- সোহেল হোসনাইন কায়কোবাদ

    দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা : নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই এই পদত্যাগ পত্র কার্যকর

    সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

    কারওয়ান বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ০১ টি বিদেশী পিস্তল ও ০৩ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন : মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১ জনে

    বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করবে–অধ্যক্ষ দুলু

    অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ভিকটিমকে উদ্ধার: অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেফতার খিলক্ষেত থানা পুলিশ

    বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ

    তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ থেকে বিরত থাকার আহ্বান অন্তর্বর্তীকালীন সরকার’র

    ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ৭৫ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন

    কাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করবে কমিশন

    লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    ‘আগামী ১০ ডিসেম্বর সিইসি বিটিভি ও বেতারের জন্য তফসিল-সংক্রান্ত একটি ভাষণ রেকর্ড করবেন


    • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:১১ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৩১ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১২:৫২ অপরাহ্ণ
      আছরবিকাল ৩:৫৩ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ
      এশা রাত ৭:৩৪ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।