আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ১০:১৩

বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত শাহীন কলেজ (০৭টি), বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল এবং ব্লু স্কাই স্কুলে ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে গত ২১ জুলাই ২০২৫ এ ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ হৃদয়বিদারক দুর্ঘটনায় যে সকল কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবক প্রাণ হারিয়েছে তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় স্মরণ করা হয় উক্ত দুর্ঘটনায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলামকে। এছাড়া এখনও যারা ঢাকার বিভিন্ন হাসপাতালে দগ্ধ/আহত অবস্থায় মৃত্যুর সাথে যুদ্ধ করে যাচ্ছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
এই আয়োজনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সেই দুই মহান শিক্ষিকাকে, যাঁরা আগুনের মুখে দাঁড়িয়ে সন্তান সমতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন। শ্রদ্ধার সঙ্গে আরও স্মরণ করা হয় সেই সকল সাহসী শিক্ষার্থীকেও, যারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে বন্ধুদের উদ্ধারে এগিয়ে এসেছে। দোয়া চলাকালীন সময়ে বহু শিক্ষার্থীর চোখে ছিল অশ্রু এবং হৃদয়ে হাহাকার, আবার সেই চোখেই ছিল আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সেই সঙ্গে, সকলের জন্য নিরাপদ ভবিষ্যতের কামনা করে দোয়া মাহফিলটি সমাপ্ত হয়।
উল্লেখ্য যে, উক্ত বিশেষ দোয়া ও মোনাজাতসমূহে সংশ্লিষ্ট শাহীন কলেজ, বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল ও ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষগণসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |