আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১৮
বাংলাদেশ বিমান বাহিনী গত ২৫ জুলাই ২০২৫ (শুক্রবার) সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারী সকল নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় একযোগে সকল ঘাঁটির অফিসার্স মেসে দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রী, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং মৃত্যুঞ্জয়ী বৈমানিক মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম-এর রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সাথে যেসব পরিবার তাদের আপনজন হারিয়েছেন, তাদের জন্য অপরিসীম ধৈর্য্য ও মানসিক শক্তি প্রার্থনা এবং আহত/দগ্ধ অবস্থায় জীবন যুদ্ধরত সকলের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এ সময় বিশেষ করে দোয়া করা হয় সেই সাহসী শিক্ষিকাদ্বয়কে, যাঁরা নিজের জীবনের মায়া ত্যাগ করে শিক্ষার্থীদের জীবন রক্ষার্থে নিজেদের উৎসর্গ করেছেন। পাশাপাশি দোয়া করা হয় সেই সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীর জন্য, যাঁরা বিপদের মুহূর্তে অপরের পাশে দাঁড়িয়ে উদ্ধারকার্যে সহায়তা করে দেশবাসীর সামনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম-এর বিদেহী আত্মা ও শোকসন্তপ্ত পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়।
বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (ঢাকা) এর অফিসার্স মেসে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার (সশস্ত্র বাহিনী বিভাগ), সহকারী নৌবাহিনী প্রধান (পরিচালন), সাবেক বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম-এর শোকসন্তপ্ত পরিবার এবং মাইলস্টোন স্কুল ও কলেজের আনুমানিক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক সমবেত হন। এসময় বাহিনী প্রধানগণ শোকার্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়াও, একই দিনে পবিত্র জুমার নামাজের পর একযোগে বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের মসজিদসমূহে বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারী সকল নিহতদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশবাসীর নিরাপদ ভবিষ্যতের জন্যও দোয়া কামনা করে দোয়া মাহফিল সমূহ সমাপ্ত করা হয়।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |