আজ বৃহস্পতিবার | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই সফর, ১৪৪৭ হিজরি | সকাল ১১:৩০
সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধ: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মেহরিন আফরিন হুমায়রার বাড়িতে এসে স্বজনদের সঙ্গে দেখা করেছেন বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি দল। বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল নিহত হুমায়রার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
সোমবার দুপুরে সখিপুর উপজেলার কেরানি পাড়া গ্রামে নিহত হুমায়রার কবরে বিমান বাহিনীর প্রতিনিধি দল ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, নিহত হুমায়রার বাবা মো: দেলোয়ার হোসেন।
উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিমান বাহিনী সব সময় ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে। আল্লাহ নিহত ও আহতদের পরিবারের সদস্যদের দ্রুত এই শোক কাটিয়ে উঠার তওফিক দান করুন সেই প্রার্থনা করি। নিহত হুমায়রার বাবা মো: দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার সময় আমি স্কুলের বাইরে ছিলাম। খবর পেয়ে স্কুলের গেইটে গিয়ে মনে হলো আমি কিয়ামত দেখলাম। আমার সবচেয়ে বড় কষ্ট হলো মৃত্যুর সময় আমি পাশে ছিলাম না। আমার মেয়েটা খুব কষ্ট পেয়ে মরেছে ওর মুখ, শ্বাসনালী পুড়ে গিয়েছিল। তিনি আরও বলেন, ঢাকা শহরের মত জনবহুল এলাকায় যেন আর কখনো প্রশিক্ষণ বিমান উড়ানো না হয়, এভাবে যেন আর কারও বুক খালি না হয়।
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৮ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪২ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০৪ অপরাহ্ণ |