আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:২৮
স্টাফ রিপোর্টার: সোমবার (২৮ জুলাই ) সকাল ১০টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বহি বিভাগে জুলাই পূর্ণজাগরন -২০২৫ উপলক্ষ্যে ডক্টরস ডে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও সহযোগীতায় ছিলেন হাসপাতালের ব্লাড ট্রান্সমিশন বিভাগ ও মেডিকেল কলেজের সন্ধানী ইউনিটি । এ সময় জুলাই – আগষ্টে আহতদের স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্র এক ব্যাগ রক্ত স্বেচ্ছায় দান করেন এবং গত বছর বেশ কয়েকজন রক্তদান করায় তাদের কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক হুমায়রা বিনতে আসাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রেহান উদ্দিন খান, নিউরুসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নুরুজ্জামান খসরু, হেমাটোলজিষ্ট বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ গোলাম সরোয়ার মুন, গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের প্রধান ডাঃ হাবিব আহমেদ, হেপাটলজি বিভাগের ডাঃ শাহেদ আশরাফ।
এছাড়াও উপস্থিত ছিলেন সন্ধানী ইউনিটের সভাপতি সাঈদ মোর্শেদ, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, সহ-সভাপতি মহসিন আলী, আব্দুল্লাহ আল বারী, ইশতিয়াক আহমেদ অভি, মুশফিকুর রাতুল , ফাতেমা আফরোজ এশা, মেহেদী হাসান, শাহরিয়ার হাসান, শিহাব মির্জাসহ হাসপাতালে সকল বিভাগের চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |