আজ শুক্রবার | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই সফর, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৪২
বিডি দিনকাল ডেস্ক : সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাগণের বক্তব্যে প্রতীয়মান হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের আপামর জনসাধারণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা আগামী সাধারণ নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সকল প্রকার সন্দেহের উর্ধ্বে এবং সকলের নিকট গ্রহণযোগ্য।
এ লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরপেক্ষতা নিয়ে যেন কোন প্রশ্ন না উঠে এবং তাঁরা যেন কোন ভাবেই কারো দ্বারা প্রভাবিত না হয় তা নিশ্চিত করণার্থে ‘বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’ নি¤œরূপ প্রস্তাব উপস্থাপন করছে:
(ক) অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নির্বাচন পরবর্তী ন্যুন্যতম ০৫ (পাঁচ) বৎসর কোন জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় সরকারের কোন নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য হবেন না এবং রাষ্ট্রের কোন লাভজনক পদে (মন্ত্রী/প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা সমমর্যাদার অন্য কোন পদে) নিয়োগের যোগ্য হবেন না।
(খ) অন্তর্বর্তী সরকারে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তার (সাবেক আমলা বা বে-সরকারী দেশী/প্রবাসী ব্যক্তি) চুক্তিভিত্তিক নিয়োগ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে বাতিল হবে এবং এ সমস্ত কর্মকর্তা ন্যুনতম পরবর্তী ০৫ (পাঁচ) বৎসর রাষ্ট্রের কোন লাভজনক পদে নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না।
উপরোক্ত প্রস্তাব অনুযায়ী একটি অধ্যাদেশ অবিলম্বে জারী করে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, প্রশ্নাতীত ভাবে অনুষ্ঠিত করা ও সকল স্তরের জনগণ এবং আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার নিমিত্ত মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে আহŸান জানাচ্ছি।
সাবেক সচিব ও সংগঠনের সদস্য সচিব কাজী মেরাজ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৮ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪১ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০৪ অপরাহ্ণ |