স্টাফ রিপোর্টার: কিছু চিকিৎসক রয়েছেন যারা দিনে ড্যাব ও রাতে মুজিব বাদকে বুকে লালন করে ড্যাবের রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন সদ্য সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ।
শনিবার (০২ জুলাই) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডা: হারুন ও ডাঃ শাকিল পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডাঃ হারুন বলেন, অনেক ড্যাব এর চিকিৎসক স্বৈরাচার আমলে বুকে শেখ মুজিবের ছবি লাগিয়ে টুঙ্গিপাড়া গিয়ে ফুল দিয়েছেন এবং কবর জিয়ারত করেছেন, তারা মুখে জিয়াউর রহমান, অন্তরে ধারণ করেন শেখ মজিবুর রহমানকে। আমরা বলেছি বাংলাদেশের প্রতিটি জেলায় ড্যাবের ব্যানারে দুইটি প্যানেলের মত বিনিময় সভা করতে পারবেন, কিন্তু আমরা এখানে এসে দেখছি ব্যাতিক্রম আমরা প্রতিটি বাঞ্চে বলে দিয়েছি ড্যাবের ব্যানারে ২টি প্যানেল পরিচিতি সভা করতে পারবেন।
তিনি আরো বলেন, বিগত দিনগুলিতে যারা আপনাদের দুঃসময়ে আপনাদের পাশে ছিল যাদেরকে ভালো লাগবে, যাদের নেতৃত্ব আপনাদের পছন্দ হবে, আগামী দিনে সেই নেতৃত্বকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।
ড্যাব চিকিৎসকদের একটি প্রাণের সংগঠন, এই ড্যাব ২০০৬ সালের পরে ১/১১ সরকার আসার পরে ড্যাবের তৎকালীন অনেক নেতৃবৃন্দ পলাতক অবস্থায় থাকে এবং অনেকে ১/১১ কুশীলব দের সাথে যোগাযোগ শুরু করে ।
তখন ড্যাব অফিসটি বন্ধ হয়ে যায়, তালাবদ্ধ থাকে, ড্যাব অফিসে আলো জ্বালানোর মত কোন লোক ছিল না ।তখন আমরা কতিপয় চিকিৎসক ড্যাব অফিসের তালা ভেঙ্গে অফিসে বসা শুরু করি, ওই সময় ড্যাবের অনেক নেতা এক এগার কুশিলবের সাথে আঁতাত করে , জাতীয়তাবাদী শক্তির সাথে তারা বেইমানি করেছিল। তারা আবার ৫ আগস্ট এর পরে নেতৃত্বে আসার চিন্তা-ভাবনা করছেন, তাই আমি বলবো আপনাদের মনে রাখতে হবে যেসব নেতা দলের দুঃসময়ে পাশে ছিল না, দলের আদর্শের সাথে বেইমানি করে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আপনারা সৎ, ন্যায় নিষ্ঠ ,কর্মীবান্ধব এবং চিকিৎসক বান্ধব নেতৃত্ব চাইলে, বিগত দিনগুলিতে আপনাদের পাশে যারা ছিল, আপনাদের কাজে-কর্মে ছিল, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলনে ছিল তাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন এটাই আমরা আশা করি।
ডাঃ হারুন বলেন, আপনারা ভালো করে জানেন বিগত করোনা কালীন সময়ে প্রচন্ড অক্সিজেনের সংকট ছিল। ওই সময় আমরা ৩০টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে আমাদের করোনা আক্রান্ত চিকিৎসকদের অক্সিজেন সাপ্লাই দিয়ে তাদের বিপদের সময়ে আমরা সিলিন্ডার নিয়ে তাদের পাশে ছিলাম।
তিনি আরো বলেন, আমরা যখন দায়িত্বে ছিলাম আমরা আপনাদের সব সমস্যার সমাধান করতে পারিনি এবং এখনও সব সমস্যার সমাধান হবেনা কারণ বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় নেই।তবে ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই , সবসময় চিকিৎসকদের পাশে থেকে আপনাদের পরামর্শ নিয়ে কাজ করে যাব এবং ড্যাবকে শক্তিশালী পেশাজীবী সংগঠন হিসেবে গড়ে তুলবো।
বাংলাদেশ এর স্বাস্থ্য ব্যবস্থা কে জনাব তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার আলোকে যুক্তরাজ্যের NHS এর আদলে দেশের সর্বস্তরের মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রস্তাবিত ডাঃ হারুন ডাঃ শাকিল পরিষদ কে জয়যুক্ত করার জন্যে আহ্বান জানান।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা জাতীয়তাবাদী চিকিৎসক ফোরাম আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আইনুল ইসলাম খান, সঞ্চালনায় ছিলেন ডাঃ আতিকুর রহমান সুজন ও ডাঃ শরীফ মাহাবুব খান তুষার।
এসময় বক্তব্য রাখেন, ড্যাবের সদ্য সাবেক কোষাধ্যক্ষ বর্তমান মহাসচিব পদপ্রার্থী ডাঃ জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ আবুল কেনান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডাঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান দিপু, ডাঃ হারুন – ডাঃ শাকিল পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সদস্য সচিব ডাঃ সিরাজুল ইসলাম, ডাঃ মোস্তাক রহিম স্বপন, ডাঃ আইনুল ইসলাম খান, ডাঃ রস্তম আলী মধু, ডাঃ শামসুল আলম, ডাঃ জালাল উদ্দিন রুমী, অধ্যাপক ডাঃ বেনজীর কামাল, ডাঃ সায়ীদ মেহবুব উল কাদির, ডাঃ জিন্নুরাইন নিউটন, ডাঃ শাহনেওয়াজ দেওয়ান, ডাঃ ফারুক হোসেন, ডাঃ মুন নাসির জামান, ডাঃ জহিরুল ইসলাম, ডাঃ হাসিবুর রহমান, ডাঃ শাহেদ আশরাফ, ডাঃ আবদুল্লাহ আল ফারুক, ডাঃ রশিদুল ইসলাম, ডাঃ মেজবাহুল বাহার খোকন, ডাঃ আদনান হাসান মাসুম, ডাঃ শাহীন রেজা, ডাঃ তৈমুর আহমেদ, ডাঃ খোরশেদ আলম, ডাঃ মোহাম্মদ আবু সায়েম, ডাঃ জিল্লুর রহমান খন্দকার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ওমর ফারুক, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ডাঃ মফিদুল ইসলাম সবুজ, ডাঃ হাসিবুর রহমান, ডাঃ রেফায়েত উল্লাহ প্রধান, ডাঃ রাশেদুল তালুকদার, ডাঃ শফিকুর রহমান রাসেল, ডাঃ সুমন, ডাঃ তাসবিহ।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ গোলাম সারোয়ার বিদ্যুৎ, ডাঃ ফারুক কাশেম,ডাঃ মেহেবুব আহসান রনি,ডাঃ মোহাম্মদ জাফর ইকবাল, ডাঃ বশির আহমেদ খান, ডাঃ নিলা,ডাঃ এস এম এ মাহাবুব মুন্না, ডাঃ বাসেদুর রহমান সোহেল, ডাঃ গালিব হাসান, ডাঃ রাকিবুল ইসলাম আকাশ, ডাঃ লাবিদ রহমান, ডাঃ রেদোয়ান আহমেদ সহ রাজধানীর শেরেবাংলা নগরে বিভিন্ন হাসপাতাল থেকে আগত প্রায় ৫ শতাধিক চিকিৎসক।
এসময় উপস্থিত চিকিৎসকরা ডাঃ হারুন – ডা: শাকিল প্যানেলকে পূর্ণ সমর্থন জানিয়ে ভোট দেয়ার আশ্বাস দেন। চিকিৎসকদের মাঝে প্যানেল পরিচিত করিয়ে দেন ডাঃ হাসান বাবু।
শনিবার, ২ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪১ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০৩ অপরাহ্ণ |