আজ সোমবার | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই সফর, ১৪৪৭ হিজরি | রাত ৩:৪৭
সখিপুর (টাংগাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে ছেলের চোখের সামনে মা কাকলি (৩০)কে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে বাবা মেহেদী হাসান (৩৫)। যেই মা তাকে জন্ম দিয়েছে, সেই মা তারই চোখের সামনে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে? ঘটনাটি ঘটেছে,রবিবার সকালে টাঙ্গাইলের সখিপুর পৌরসভার জেলখানা মোর কাউচিচালা ভাড়া বাসায়।
হতভম্ভ হয়ে ঘরের চৌকাঠের সামনে বসে আছে ৭ বছরের ছেলে মেরাজ। বারবার কান্না করে আর্তনাদ করছে মেয়ে চোখের সামনে এমন নির্মমতা দেখে বাকরুদ্ধ হয়ে গেছে ছেলে। বার বার শুধু চোখের পানি ঝড়ছে, কিন্তু সেই কষ্ট সহ্য করতে পারছে না ছোট্ট শিশু মেরাজ। মেয়ে মেরি বারবার কান্নাকাটি করে আর্তনাদ করছে।তাদের কান্নায় ভারী হয়ে আসছে আকাশ বাতাস। পারিবারিক কলহের কারণে কুরবানির গরু কাটার ছুরি দিয়ে আঘাত করে স্বামী স্ত্রীকে হত্যা করেছে বলে আর্তনাদ করতে করতে তাদের ছেলে মেয়ে জানায়। তাদের দেশের বাড়ি উপজেলার ৩ নং গজারিয়া ইউনিয়নের ইছাদিঘি আতিয়াপাড়া এলাকায়।
রবিবার, ৩ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৭ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪০ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০২ অপরাহ্ণ |